ঢাকারবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন সহযোগীসহ গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি
মে ২৭, ২০২৫ ৪:০১ অপরাহ্ণ
শেয়ার করুন:-
Link Copied!

ঢাকার অপরাধ জগতের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সেকেন্ড ইন কমান্ড মোল্লা মাসুদকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

কুষ্টিয়ার শহরের কালীশংকরপুর এলকার একটি বাড়ি থেকে মঙ্গলবার (২৭ মে) ভোর ৫টায় দুজনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ কুষ্টিয়ার কুমারখালিতে বিএনপি-জামায়াত সংঘর্ষ

এসময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি জব্দ করা হয়।

সন্ত্রাসী সুব্রত বাইন সহযোগীসহ গ্রেপ্তার অভিযান

কুষ্টিয়া শহরের বাসিন্দারা জানান, ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত কালীশংকরপুর এলাকার সোনার বাংলা মসজিদের পাশের একটি তিনতলা বাড়ি ঘিরেন রাখে সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর কমপক্ষে পাঁচটি গাড়ি অভিযানে অংশ নেয় এবং বাড়ির নিচতলা ও আশপাশের এলাকায় দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানো হয়। অভিযান চালানো বাড়িটি স্থানীয় মীর মহিউদ্দিনের মালিকানাধীন। বাড়ির দ্বিতীয় ও তৃতীয় তলায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মেস হিসেবে থাকেন।

কুষ্টিয়ার সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম জানান, ঢাকার টিম গ্রেপ্তার করে রাজধানীতে নিয়ে চলে গেছে। কুষ্টিয়ায় তাদের কাছে তথ্য নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।