spot_img
শনিবার, নভেম্বর ৯, ২০২৪
26 C
Bangladesh
শনিবার, নভেম্বর ৯, ২০২৪
শনিবার, নভেম্বর ৯, ২০২৪
spot_img
আরও
    DinBartaকুষ্টিয়াখোকসাখোকসা চকহরিপুরে চুলার আগুনে ৩ পরিবার ভষ্মিভূত
    spot_imgspot_img

    খোকসা চকহরিপুরে চুলার আগুনে ৩ পরিবার ভষ্মিভূত

    কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের চকহরিপুর গ্রামে চুলার আগুনে তিনটি বাড়ি পুড়ে ভষ্মিভূত হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় ৬ লক্ষ টাকা।

    এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায় বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে নবাব মল্লিকের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন সমস্ত বাড়িতে ছড়িয়ে পরে এবং পুড়ে ছাই হয়ে যায়। নগদ ৪০ হাজার টাকা সহ ঘরে সমস্ত খাদ্য সামগ্রী সহ সবকিছু পুড়ে নিঃস্ব হয়ে গেছে।

    আরও পড়ুনঃ ৫০০ সিসি পর্যন্ত মোটরসাইকেল চলাচলের অনুমতি পাচ্ছে

    ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে রয়েছেন আব্দুল হামিদ মল্লিক ছেলে আপাল উদ্দিন মল্লিক, আপাল মল্লিকের ছেলে কালো মল্লিক ও নবাব মল্লিক বাড়ির সব কয়টি ঘর পুড়ে খোলা আকাশের নিচে এখন সবাই বসবাস। এলাকাবাসীর জরুরী ভাবে সরকারি সাহায্য দাবী জানিয়েছেন।

    আগুনের সংবাদ পেয়ে খোকসা ফায়ার স্টেশন সার্ভিস থেকে অগ্নিনির্বাপক গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৩ পরিবারের সকল ঘরবাড়িগুলো পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

    খোকসা ফায়ার স্টেশন টিম লিডার বেলাল হোসেন জানান, চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হলেও তীব্র তাপদাহে আগুনের লেলিহান শিখায় পার্শ্ববর্তী তিন টি পরিবারের বসত বাড়ির ৭ টি ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।

    পার্শ্ববর্তী কোথাও কোনো পানি না থাকায় আগুন নিভাতে বেগ পেতে হয় বলে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার-সার্ভিস জানান।

    spot_imgspot_img

    ফলো করুন-

    সম্পর্কিত বার্তা

    জনপ্রিয় বার্তা

    সর্বশেষ বার্তা