30 C
Bangladesh
শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
spot_img
DinBartaঅপরাধখোকসাতে ভ্যান চুরি করে পালানোর সময় দুই চোর আটক।
spot_imgspot_img

খোকসাতে ভ্যান চুরি করে পালানোর সময় দুই চোর আটক।

কুষ্টিয়ার খোকসায় মোটরচালিত ভ্যান চুরি করে পালানোর সময় দুই চোরকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার বেলা ২ টার দিকে গোপগ্রাম ইউনিয়নের মুরাড়ীপুর গ্রামে এই ঘটনা ঘটে।

আটক ব্যক্তি রাজবাড়ী জেলার পাংশা মাঠপাড়া এলাকার সালামের ছেলে মাসুদ(৩০) ও একই এলাকার মৃত খালেকের ছেলে লালন(৫০)।

ভুক্তভোগী ভ্যান চালক শের আলী জানান, বেলা ২ টার দিকে তিনি বাড়ির পাশে ভ্যান রেখে খাবার খেতে গেলে চোর চক্র ‘মাস্টার কি’ দিয়ে ভ্যানের তালা খুলে পালানোর সময় তিনি টের পেয়ে চিৎকার করতে থাকলে এলাকাবাসী চোরদের ধাওয়া করে আটক করে। এবং গণধোলাই দিয়ে তাদেরকে খোকসা থানা পুলিশের নিকট সোপর্দ করে। তিনি আরো জানান এভাবেই ইতিপূর্বে তার আরো দুটি ভ্যান চুরি হয়েছে।

এ বিষয়ে খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, ভ্যান চুরি করে পালানোর সময় দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

spot_imgspot_img

ফলো করুন-

সম্পর্কিত বার্তা

জনপ্রিয় বার্তা

সর্বশেষ বার্তা