spot_img
মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫
18.6 C
Bangladesh
মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫
মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫
spot_img
আরও
    DinBartaদুর্ঘটনাখোকসাতে আগুনে কেড়ে নিল, দিন মজুর কৃষকের শেষ সম্বল
    spot_imgspot_img

    খোকসাতে আগুনে কেড়ে নিল, দিন মজুর কৃষকের শেষ সম্বল

    কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার ভবানীগঞ্জ গ্রামে সোমবার রাত আনুমানিক ১ টার সময় ৩ টা গরু ও ২ টা ছাগলসহ গোয়াল ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনা ঘটে।

    FB IMG 1660195225526

    প্রতিরাতের ন্যায় দিনমজুর কৃষক আরশেদ খান, সাংসারিক কাজ শেষে রাতে ঘুমাতে যায়। ঘুৃমানোর এক পর্যায়ে রাত আনুমানিক ১ টার সময় গরু রাখার ঘর থেকে ছাগলের ডাক শুনে বাইরে আসলে আগুন লেগে যাওয়া দেখে শোরগোল চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিভায়।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুনের সুত্রপাতটি মশার কয়েল থেকে হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

    এতে আনুমানিক দিন মজুর আরশেদ খান’এর
    ৪ লক্ষাধিক টাকার ৩ টা গরু ও ২ টা ছাগল পুড়ে ছাঁই হয়ে গিয়েছে।

    spot_imgspot_img

    ফলো করুন-

    সম্পর্কিত বার্তা

    জনপ্রিয় বার্তা

    সর্বশেষ বার্তা