ঢাকাসোমবার, ২৬শে জানুয়ারি, ২০২৬

খোকসায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করলেন নবাগত ইউএনও রিপন বিশ্বাস

সজল রায়
মে ১২, ২০২২ ১১:৫৮ অপরাহ্ণ
শেয়ার করুন:-
Link Copied!

কুষ্টিয়া জেলার খোকসা নবাগত উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার বিশ্বাস জানিপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করলেন। বৃহস্পতিবার (১২ মে) সকালে খোকসা উপজেলা মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে এ পুষ্পমাল্য অর্পণ করতে যান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, ডেপুটি কমান্ডার মন্জেল দারগা, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইসহাক আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা, প্রাণিসম্পদ কর্মকর্তা সাহিদা বেগম, খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

উল্লেখ্য, বুধবার বিকাল ৪ টার সময় ৩৫তম উপজেলা নির্বাহী অফিসার হিসাবে খোকসায় যোগদান করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।