spot_img
বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
24.8 C
Bangladesh
বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
spot_img
আরও
    DinBartaবিনোদনবলিউডআলোচিত রণবীর-আলিয়া বিয়ে করছেন ১৭ এপ্রিল!
    spot_imgspot_img

    আলোচিত রণবীর-আলিয়া বিয়ে করছেন ১৭ এপ্রিল!

    হার্টথ্রুব রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটের প্রেমের সম্পর্কটা বেশ অনেক দিনের। বিভিন্ন সময় বলিউডের এ তারকা জুটি এক ফ্রেমে ক্যামেরাবন্দিও হয়েছেন।

    দীপিকা পাডুকোন, আনুশকা শর্মা থেকে শুরু করে ক্যাটরিনারা যখন একে একে ঘর বাঁধছেন তখন ভক্তদের চোখ ছিল আলিয়া-রণবীরের সাতপাকে বাঁধা পড়ার দিকে। এবার সেই অপেক্ষার অবসান হচ্ছে।

    ভারতের অন্যতম শীর্ষ গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বিশেষ প্রতিবেদন, ১৭ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমিকযুগল রণবীর কাপুরআলিয়া ভাট

    আরও পড়ুনঃ রণবীর কাপুরের সঙ্গে বিয়ে হয়ে গেছে: আলিয়া ভাট

    এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে গণমাধ্যমটির দাবি, ১৭ এপ্রিল বেশ গোপনীয়তায় বিবাহের পরিকল্পনা করা হয়েছে। মুম্বাইয়ের পূর্বাঞ্চলের চেম্বুরে রণবীরের পৈতৃক বাড়িতে (আর কে হাউস) অনুষ্ঠিত হতে যাচ্ছে বিয়ে। এখন চলছে পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের সঙ্গে বিয়ের দাওয়াতের পরিকল্পনা।

    অন্যদিকে, বলিউড ভিত্তিক পোর্টাল পিঙ্কভিলা এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, রণবীর-আলিয়ার বিয়ের অনুষ্ঠান পাঁচদিনব্যাপী। বিবাহের উৎসব ১৩ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে, সঙ্গীত এবং মেহেদি অনুষ্ঠানও নির্ধারিত রয়েছে।

    এর আগে বলিউড ভিত্তিক পোর্টাল পিঙ্কভিলা এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছিল, কাপুররা এপ্রিলের শেষে বিয়েতে আগ্রহী ছিল, কিন্তু আলিয়া ভাটের দাদা নরেন্দ্র নাথ রাজদানের স্বাস্থ্য সমস্যার কারণে ভাট পরিবার এটি যত তাড়াতাড়ি সম্ভব করতে চায়। বিয়েতে অতিথি-সংখ্যা ৪৫০ জন। ভেন্যু চূড়ান্ত করেছেন রণবীর নিজেই। তার বাবা-মা ঋষি কাপুর ও নীতু কাপুর ১৯৮০ সালে এই আর কে হাউসে বিয়ে করেছিলেন।

    রণবীর-আলিয়া এর বিয়ে নিয়ে এই প্রসঙ্গে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি কারও পক্ষ থেকে।

    spot_imgspot_img

    ফলো করুন-

    সম্পর্কিত বার্তা

    জনপ্রিয় বার্তা

    সর্বশেষ বার্তা