spot_img
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫
26.3 C
Bangladesh
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫
spot_img
আরও
    DinBartaজাতীয়সড়ক পথে ট্যুরিস্ট ভিসায় ভারত যাওয়া যাবে
    spot_imgspot_img

    সড়ক পথে ট্যুরিস্ট ভিসায় ভারত যাওয়া যাবে

    আজ ৩০ মার্চ থেকে সড়ক পথে ট্যুরিস্ট ভিসায় ভারত যাওয়া যাবে। এছাড়া এখন থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে স্থলবন্দর গুলো দিয়ে যাত্রী পারাপারে ভারতীয় হাইকমিশনের ই-মেইল কনফার্মেশন প্রয়োজন হবে না।

    ভারতীয় ভিসা অ্যাপলিকেশন সেন্টার সূত্র জানায গেছে, যাদের ভারতে যাওয়ার জন্য ট্যুরিস্ট ভিসায় শুধু বাই এয়ার (আকাশপথে ভ্রমণ) অনুমোদন ছিল, তারা সেই ভিসা কনভার্ট করে বাই রোডে ভারত যেতে পারবেন।

    আরও পডুনঃ উন্মোচিত হয়েছে কাতার বিশ্বকাপের বল

    এছাড়া এখন থেকে নতুন করে বাই রোডে ট্যুরিস্ট ভিসা নেওয়া যাবে। তবে, এক্ষেত্রে শুধুমাত্র বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে হবে। যেসব বাংলাদেশি নাগরিক আকাশপথে ভ্রমণের জন্য ভারতীয় ভিসার অনুমোদন পেয়েছেন, তারা নির্ধারিত ফি দিয়ে ওই ভিসার পরিবর্তে সড়কপথে ভ্রমণের অনুমোদন নিতে পারবেন। একইসঙ্গে আকাশপথের পাশাপাশি সড়কপথেও ভ্রমণের অনুমোদন সংযোজন করাতে পারবেন।

    উল্লেখ্য থাকে যে, করোনাকালে প্রায় দুই বছর বন্ধ থাকার পর গত ১৫ নভেম্বর থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু করা হয়। তবে, সেটা ছিল শুধুমাত্র আকাশপথে ভ্রমণের জন্য। এখন থেকে সড়ক পথে ট্যুরিস্ট ভিসায় ভারত যেতে পারবেন বাংলাদেশিরা।

    spot_imgspot_img

    ফলো করুন-

    সম্পর্কিত বার্তা

    জনপ্রিয় বার্তা

    সর্বশেষ বার্তা