spot_img
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
29 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
spot_img
আরও
    DinBartaখেলাক্রিকেটটানা ১৮ হারের পর জয়ের মুখ দেখলো পাকিস্তান
    spot_imgspot_img

    টানা ১৮ হারের পর জয়ের মুখ দেখলো পাকিস্তান

    অবশেষে টানা ১৮ হারের পর জয়ের মুখ দেখলো পাকিস্তান নারী ক্রিকেট দল।

    পাকিস্তান নারী দলের কাছে সোনার হরিণ হয়ে গিয়েছিল বিশ্বকাপে জয়। সর্বশেষ তারা জিতেছিল সেই ২০০৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

    এরপর কেটে গেছে ৪৭৫৫ দিন, বছরের হিসেবে প্রায় ১৩ বছর। এর মাঝে বিশ্বকাপে টানা ১৮ ম্যাচ হেরেছে পাকিস্তানের মেয়েরা। অবশেষে সেই দুরবস্থা থেকে মুক্তি হলো। সেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েই জয়ের মুখ দেখলো পাকিস্তান।

    আজ (সোমবার) হ্যামিল্টনে নারী বিশ্বকাপের দিবারাত্রির ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে ২০ ওভারের ম্যাচে পরিণত হয়। কার্টেল ওভারের এই লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেট আর ৭ বল হাতে রেখে হারিয়েছে পাকিস্তান।

    আরও পড়ুনঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু ১৬ অক্টোবর

    বৃষ্টির কারণে দেরিতে খেলা শুরু হয়। ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে মাত্র ৮৯ রানেই থেমে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান (৩৫ বলে) করেন ওপেনার দিয়েন্দ্রো ডটিন। অধিনায়ক স্টেফান টেলর করেন ৩১ বলে ১৮।

    পাকিস্তানের নিদা দার ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে একাই নেন ৪ উইকেট।

    জবাবে ওপেনার সিদ্রা আমিন অল্প রানে (৮) ফিরলেও আরেক ওপেনার মুনিবা আলি করেন ৩৭ রান (৪৩ বলে)। এরপর অধিনায়ক বিসমাহ মারুফ আর উমাইমা সোহেলের ৩৯ বলে ৩৩ রানের জুটিতে জয় পেতে কষ্ট হয়নি পাকিস্তানের।

    উমাইমা ২৭ বলে ২২ আর বিসমাহ ২৯ বলে ২০ রানে অপরাজিত থাকেন। মজার ব্যাপার হলো, ১৩ বছর আগে ক্যারিবীয়দের বিপক্ষে পাওয়া পাকিস্তানের জয়ী দলের একমাত্র সদস্য এই বিসমাহই।

    spot_imgspot_img

    ফলো করুন-

    সম্পর্কিত বার্তা

    জনপ্রিয় বার্তা

    সর্বশেষ বার্তা