কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া গ্রামের জাহিদুল ইসলাম নামে তার প্রথম স্ত্রী প্রতারণা ও অর্থসাৎ এর অভিযোগ এনেছে।
১২ ফেব্রুয়ারী শনিবার সকাল ১১ ঘটিকার সময় খোকসা উপজেলার শিমুলিয়া দক্ষিণপাড়া স্বামী জাহিদুল ইসলামের নিজ বাড়িতে তার প্রথম স্ত্রী মোছাঃ জাহানারা অধিকার পেতে অবস্থান করছে। তাদের সংসারে একটা ৫ বছরের ছেলে সন্তান আছে।
আরও পড়ুনঃ রণবীর কাপুরের সঙ্গে বিয়ে হয়ে গেছে: আলিয়া ভাট
জানা গেছে, ২০১৬ সালে শিমুলিয়া দক্ষিণপাড়ার মোঃ আব্দুর রশিদের ছেলে জাহিদুল ইসলাম ২৮ এর সাথে রাজবাড়ী জেলার কালুখালি উপজেলার তফাদিয়া গ্রামের মোঃ চাঁদ আলী মন্ডলের মেয়ে মোছাঃ জাহানারা খাতুনের আদালতের মাধ্যমে বিয়ে হয়।

তবে চালাক জাহিদুল তাদের বিবাহের কথা নিজ পরিবারের নিকট গোপন করে জাহানারা খাতুনের বাড়িতে যাতায়াত এবং শারিরীক সম্পর্কসহ সংসার চালিয়ে যেতে থাকে। কিছুদিনের মধ্যে জাহানারা ও জাহিদুল দম্পতি তাদের প্রথম ছেলে সন্তান জন্ম দেয়।
জাহানারা খাতুন বলেন, আমার স্বামী জাহিদুল ২০১৬ সালে বিয়ে করে। কিন্তু সেনাবাহিনীতে চাকুরী করবে বলে তার পরিবারসহ সবার কাছে বিয়ের কথা গোপন করতে অনুরোধ করে এবং কথা না শুনলে আত্মহত্যার হুকমি দেয়। তিনি আরও বলেন, বিভিন্ন এন জি ও থেকে জাহিদুল আমাকে দিয়ে লোন করিয়ে নেয় কিন্তু লোন আমাকেই পরিশোধ করা লাগে। আজ ৬ বছরের সংসার জীবনে সব সহ্য করে একটা জুট মিলে কাজ করে আসছি।
কিন্তু কয়েকদিন আগে জাহিদুল আমাকে কিছু না জানিয়ে ২য় বিয়ে করে। এর আগে রাজবাড়ী আদালতে মামলা করেছিলাম।
সবশেষে আজ আর কোন উপায় না দেখে ছেলেকে নিয়ে নিজের এবং সন্তানের অধিকার চাইতে এসেছি।
এ সংবাদ লেখা অব্দি জাহিদুল পলাতক ছিল। জাহানারা জাহিদুলের বাড়িতে অবস্থান করছিলো কিন্তু জাহিদুলের মা এবং বোনের উপর শারীরিক নির্যাতনের অভিযোগ করেন জাহানারা। পরিশেষে জাহানারা সুষ্ঠ বিচারের জোর দাবি জানান।