ঢাকারবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬

গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক

কুষ্টিয়া প্রতিনিধি
ফেব্রুয়ারি ১২, ২০২২ ৪:৫৫ অপরাহ্ণ
শেয়ার করুন:-
Link Copied!

কুষ্টিয়া জেলার কুমারখালীতে সোনালী খাতুন (২২) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামী শফিকুল ইসলামের বিরুদ্ধে।

এ ঘটনায় পুলিশ মরদেহ উদ্ধারের পাশাপাশি শফিকুল ইসলামকে আটক করেছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সুন্দাগ্রামে এ ঘটনা ঘটে।

সোনালী খাতুন কুমারখালীর চাপড়া ইউনিয়নের নগরসাওতা গ্রামের পূর্বপাড়ার আনিস উদ্দিনের মেয়ে। স্বামী শফিকুল ইসলাম নন্দলালপুর ইউনিয়নের সুন্দাগ্রামের সিরাজ আলীর ছেলে।

আরও পড়ুনঃ দুই ভাই মিলে বড় ভাইকে হত্যা

সোনালীর ভাই উজ্জ্বল অভিযোগ করেন, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে বিভিন্ন সময় সোনালীকে মারধর করতেন শফিকুল। যৌতুকের টাকা না পেয়ে শুক্রবার রাতে সোনালীকে নির্মম নির্যাতন করেন শফিকুল। শনিবার সকালে স্থানীয়রা সোনালীকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আশরাফুল আলম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই সোনালীর মৃত্যু হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত স্বামী শফিকুল ইসলামকে আটক করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।