ঢাকারবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬

কীভাবে হবে বিপিএল, বিসিবি

DinBarta
ডিসেম্বর ১৯, ২০২১ ২:৪৭ পূর্বাহ্ণ
শেয়ার করুন:-
Link Copied!

নিউজিল‍্যান্ড সফরে থাকা দলের খেলোয়ারদের কোয়ারেন্টিনের মেয়াদ বাড়ার প্রভাব পড়ছে এই সিরিজের পরপরই শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ওপর।

কীভাবে সব দিক ঠিকঠাক রেখে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট আয়োজন করা যায়, তার পথ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নতুন বছরের ২০ জানুয়ারি কীভাবে হবে বিপিএল তার কথা অনেক দিন ধরেই বলে আসছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

তবে নিউজিল‍্যান্ড সিরিজ হঠ্যাৎ করে কয়েক দিন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকায়, বিপিএল শুরুর সময় নিয়ে আবার নতুন করে ভাবতে হচ্ছে বিসিবির।

আগামী সোমবার নিউজিল‍্যান্ডে নতুন করে করোনা ভাইরাস পরীক্ষা করানো হবে বাংলাদেশ ক্রিকেট দলের সদস‍্যদের।

পরদিন ফল পাওয়ার পর সিদ্ধান্ত নিতে পারবে বোর্ড, শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জরুরি সভার পর জানালেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

বর্তমান সূচি অনুযায়ী যেদিন (নিউজিল‍্যান্ড থেকে ক্রিকেটাররা) আসার কথা সেদিন এলেও, এর ৪-৫ দিন পর বিপিএলের জন্য তাদের সুরক্ষা বলয়ে ঢুকতে হত।

আমরা চাচ্ছিলাম ২০ জানুয়ারি থেকেই বিপিএল শুরু করব। কোনো বিরতি ছাড়া।

আরও পড়ুন

দোষটা বার্সেলোনারই, মেসির নয়!

শরনার্থী ক্যাম্পে রোহিঙ্গাদের শত শত স্কুল বন্ধের অভিযোগ করছে হিউম্যান রাইটস ওয়াচ

কীভাবে হবে বিপিএল? বিসিবি

কীভাবে হবে বিপিএল? কতটুক হাতে সময় পাব? আমরা যে পরিকল্পনা করেছি, সে অনুযায়ী না-ও হতে পারে। কাটছাঁট করা লাগতে পারে।

এমনও হতে পারে- যারা নিউজিল‍্যান্ডে আছে ওদের বাদ দিয়ে বিপিএল শুরু হয়ে যাবে। নিউজিল্যান্ড থেকে আসার পর ২-৪ দিনের বিরতি দেওয়া হবে।

তারা পরে দলে যোগ দিবে এবং পুরো পারিশ্রমিক পাবে। যদি আর্থিক কোনো ক্ষতি হয় বোর্ড তা পরিশোধ করবে। এটা করব বলিনি, তবে এমন সুযোগ আছে।

দল কিংবা ভেন‍্যু কমানোর মতো ভাবনাও রয়েছে বোর্ড কর্মকর্তাদের মাথায়।

“৩ টা ভেন্যুর জন্য ৬ দিন লাগবে ভ্রমণ করতে। এর থেকে ১ টা ভেন্যু কমালে আমরা ২ দিন বাঁচাতে পারি।”

৬ টির জায়গায় ৫টি দল করলে আমরা ৪-৫ বেশি দিন সময় পাব। এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আগামী ২১ তারিখ সিদ্ধান্ত জানার পর জানাতে পারব।

বিপিএল কীভাবে শুরু করব এটাও আমরা ২১ তারিখে সিদ্ধান্ত নিব আশা করছি।

আগামী বিশ্বকাপের ভাবনায় এবার বিপিএল আয়োজনের জন‍্য এতে তোড়জোড়, জানালেন নাজমুল হাসান পাপন। নয়ত বর্তমানে যে ঠাসা সূচি তাতে অন‍্য কিছুও ভাবতে পারত বিসিবি।

বর্তমান সূচিতে যেদিন বিপিএল শেষ হয়ে যাওয়ার কথা আছে সেদিনই আবার আফগানিস্তান ক্রিকেট দল বাংলাদেশে আসবে। মানে এটাকে বলে ‘বায়ো বাবল’।

এই সিরিজ শেষ করার ৪-৫ দিন পরই আবার উড়াল দিতে হবে দক্ষিণ আফ্রিকায়। এমনটা ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত টানা চলবে।

দেশের জন্য নিউজিল‍্যান্ডে খেলা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, এর সঙ্গে বিপিএলের তুলনা হয় না। আবার আফগানিস্তান যে আসবে ওটাও ওয়ানডে চ্যাম্পিয়নশিপের অংশ।

এই দুই সিরিজের চেয়ে তাই বিপিএল অবশ্যই গুরুত্বপূর্ণ নয়। কিন্তু সামনে আবার টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, বিপিএলটা তাই এতো গুরুত্বপূর্ণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।