spot_img
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫
27.4 C
Bangladesh
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫
spot_img
আরও
    DinBartaখুলনাকুষ্টিয়াসাপের কামড়ে যুবকের মৃত্যু।
    spot_imgspot_img

    সাপের কামড়ে যুবকের মৃত্যু।

    কুষ্টিয়ার খোকসাতে সাপের কামড়ে যুবকের মৃত্যু।

    কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামে বিষধর সাপের কামড়ে রাহুল রানা (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০আগস্ট) রাত ১০ টায় নিজ ঘরে ঘুমাতে যাবার পর সাপে কামড়ায় তাকে। পরে (১১ আগস্ট) বুধবার ভোরে তার মৃত্যু হয়।

    রানা শিমুলিয়া গ্রামের তাতীপাড়া এলাকার আক্কাস আলী মন্টুর (৫৫) একমাত্র ছেলে এবং পেশায় একজন কাঠমিস্ত্রি। রানা তিন বোনের একমাত্র ভাই।

    রানার এক আত্মীয় জানান, সোমবার রাতে রানা রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায়। বালিশে মাথা দিতেই বালিশের পাশে থাকা বিষধর সাপ তাকে দংশন করে। সরেজমিনে গিয়ে দেখা যায় রানার ঘরের সাথেই ময়লা ডোবানালা এবং বাশঝাড়। ধারনা করা হচ্ছে রানা বিছানায় আসার আগেই সাপটি শুকনো জায়গার সন্ধানে রাহুলের বিছানায় অবস্থান নেয়।

    সাপ কামড় দেয়ার পর রানা বাড়িতে কাউকে কিছু না জানিয়ে বাড়ির বাইরে থাকা বাবার কাছে ফোন করে। পরে বাবার সাথে একই এলাকার ওঝা নিখিল এর কাছে যায়। সেখানে দুবার বমি করলে ওঝা নিখিল দ্রুত হাসপাতালে নিয়ে যেতে বলে। পরে তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে ভোর ৩ঃ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করে।

    spot_imgspot_img

    ফলো করুন-

    সম্পর্কিত বার্তা

    জনপ্রিয় বার্তা

    সর্বশেষ বার্তা