কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিনের অদূরবর্তী সাগরে অভিযান চালিয়ে ১ লাখ ২৬ হাজার পিস ইয়াবা সহ পাঁচ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে।
বুধবার (১৬ মার্চ) দুপুরে কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্টেশনটির ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ তৈমুর পাশা।
আটক ৫ জন হলেন, চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বাসিন্দা আব্দুল মোতালেবের ছেলে মহিদুল ইসলাম, সালেহ আহমেদের ছেলে আবুল হোসেন, নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ আবুল কাশেম, আবু তাহেরের ছেলে মোহাম্মদ ফজল করিম ও ইয়াকুব আলীর ছেলে মনুর আলী।
আরও পড়ুনঃ হেরোইন দিয়ে স্বামীকে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন স্ত্রী
তৈমুর পাশা বলেন, বুধবার ভোরে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরবর্তী সাগরে জলসীমার শূন্যরেখার কাছাকাছি কোস্টগার্ডের একটি দল টহলরত ছিল।
এ সময় মিয়ানমারের দিক থেকে ইঞ্জিনচালিত একটি কাঠের নৌকা জলসীমার শূন্যরেখা অতিক্রম করতে দেখে কোস্টগার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে নৌকাটি না থামিয়ে দ্রুত চালিয়ে মিয়ানমার দিকে পালানো চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া দিয়ে নৌকাটি জব্দ করতে সক্ষম হন। এ সময় নৌকায় থাকা পাঁচজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, নৌকাটি তল্লাশি চালানোর পড়ে এক পর্যায়ে পানির ড্রামের ভেতর সূক্ষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১ লাখ ২৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার তৈমুর পাশা
দিনবার্তা | সব সময়, সব খানে
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
Copyright © 2025 DinBarta. All rights reserved.