ঢাকাসোমবার, ২৬শে জানুয়ারি, ২০২৬

সাড়ে ১১ লাখ টাকার চেক বিতরণ করলেন সাংসদ জর্জ

সজল রায়
ফেব্রুয়ারি ২৮, ২০২২ ৪:০৮ অপরাহ্ণ
শেয়ার করুন:-
Link Copied!

কুষ্টিয়ার কুমারখালীতে ২৩ জন ক্যান্সার, কিডনি, লিভারসহ দুরারোগ্যব্যধি রোগীদের মাঝে ৫০ হাজার করে মোট সাড়ে ১১ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রাপ্ত চেক সোমবার সকালে কুমারখালী পাবলিক লাইব্রেরী সংলগ্ন স্থানীয় সাংসদের কার্যালয়ে সাংসদ ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ বিতরণ চেক বিতরণ করেন।

আরও পড়ুনঃ বিডায় যুক্ত হচ্ছে আরও চার সেবা

চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যু্বলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া -০৪ আসনের সাংসদ ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, সদকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজুল ইসলাম দ্বীপসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।