কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের মামুদানিপুর গ্রামে সাপে কেটে বৌ-শাশুড়ির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান।
মৃত কামরুন্নাহারের স্বামী হাবিবুল বাশার জানান, সোমবার রাত সাড়ে দশটার সময় বউ কামরুন্নাহার (১৭) ও তার মা জয়নাব বেগম (৪৮) ঘরে ঘুমন্ত অবস্থায় ছিল।
হঠাৎ করে তার স্ত্রী কামরুন নাহার হাত-পা জ্বলে যাচ্ছে বলে চিৎকার করলে পাশের রুম থেকে মা দৌড়ে এসে তাকে সেবা করতে থাকে। ঠিক এই সময় মাকেও বিষধর সাপ দংশন করে।
পরে স্থানীয় কবিরাজদের দেখানো হয়। সুস্থ না হওয়ায় সজনরা দুজনকে ভোররাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান।
আর পড়ুনঃ জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল জানান, রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করি।
কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার সময় সাপে কেটে বৌ-শাশুড়ির মৃত্যু হয় বলে জানা গেছে।
মৃত জয়নাব বেগমের ছেলে হাবিবুল বাশার জানান, কীভাবে সাপে কেটেছে সে বিষয়ে জানতে পারিনি, তবে ডাক্তাররা ধারণা করছেন রোগীর সাপে দংশনে মৃত্যু হয়েছে।
বর্তমানে বউ-শাশুড়ির মরদেহ কুষ্টিয়া মর্গে রাখা হয়েছে বলে জানা যায়।
দিনবার্তা | সব সময়, সব খানে
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
Copyright © 2025 DinBarta. All rights reserved.