ঢাকাবুধবার, ৩০শে জুলাই, ২০২৫

সব ধর্ম ও গোত্রের অধিকার নিশ্চিতের আহ্বান খালেদা জিয়ার

DinBarta
আগস্ট ৭, ২০২৪ ১১:১৬ অপরাহ্ণ
শেয়ার করুন:-
Link Copied!

সব ধর্ম ও গোত্রের অধিকার নিশ্চিত করে শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে তরুণদের সহায়তার আহ্বান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার৷

বুধবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে তিনি এই আহ্বান জানান৷ তার বক্তব্য দলটির ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়৷ 

হাসপাতাল থেকে দেওয়া বক্তৃতায় বিএনপি চেয়ারপার্সন বলেন, ‘‘আমার কারাবন্দি অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগমুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি৷’’

আরও পড়ুনঃ তুলে নেওয়া হয়েছিল সমন্বয়ক নাহিদকে, কী ঘটেছিল

তিনি বলেন, ‘‘দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদি, অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি৷’’

বক্তৃতায় খালেদা জিয়া ছাত্র আন্দোলনের প্রশংসা করে আন্দোলনে নিহতদের প্রতি শোক প্রকাশ করেন৷ 

তিনি বলেন, ‘‘আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে৷ শত শত শহিদদের জানাই শ্রদ্ধা৷ এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে৷’’ 

এক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘দীর্ঘ দিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসস্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ৷’’ 

দেশের তরুণ প্রজন্মের বিষয়ে বিএনপি চেয়ারপার্সন বলেন, ‘‘ছাত্র, তরুণরাই আমাদের ভবিষ্যৎ৷ তারা তরুণরা যেই স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে মেধা, যোগ্যতা, জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে৷ শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ৷’’

বক্তব্যে তিরি আরো বলেন, সব ধর্ম ও গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে৷ শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি৷ ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালবাসা শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি৷।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।