spot_img
শুক্রবার, মে ৯, ২০২৫
34.6 C
Bangladesh
শুক্রবার, মে ৯, ২০২৫
শুক্রবার, মে ৯, ২০২৫
spot_img
আরও
    DinBartaকুষ্টিয়াখোকসাআব্দুর রাজ্জাক মল্লিকের জনসংযোগ
    spot_imgspot_img

    আব্দুর রাজ্জাক মল্লিকের জনসংযোগ

    খোকসার গোপগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আব্দুর রাজ্জাক মল্লিকের জনসংযোগ।

    আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী (বর্তমান মেম্বার) আব্দুর রাজ্জাক মল্লিক জনগণের বন্ধু হতে ২য় বার নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি এবারও মোরগ প্রতিক নিয়ে নির্বাচন করছেন।

    ৮ ডিসেম্বর (বুধবার) রাজ্জাক মল্লিকের জনসংযোগ ১ম বারের মত তার নিজ নির্বাচনী এলাকায় শুরু করেন। এ সময় তার সাথে সঙ্গ দেন এলাকার সর্বস্তরের জনগণ।

    আরও পডুন

    আ’লীগ ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সংঘর্ষ

    কুমারখালী‌তে পু‌লিশ আটক কর‌লো পু‌লিশ‌কে!

    আব্দুর রাজ্জাক ভাই এর সমর্থকরা জনসংযোগ শেষে, একটি মিছিল বের করে। যা গোপগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লা প্রদক্ষিণ করে। এসময় এলাকাবাসীর ভালোবাসা-দোয়া আর শুভেচ্ছায় সিক্ত হোন।

    এলাকাবাসীরা বলেন, রাজ্জাক ভাই, শুধু নির্বাচনী ভাই নন। তিনি আমাদের সবার ভাই, বন্ধু,আত্নীয়-পরিজন। তাই আমরা রাজ্জাক মল্লিকের জনসংযোগ সফল ভাবে করে যাবো। আমরা গত ৫বছরে রাজ্জাক ভাইয়ের উন্নয়ন কর্মকান্ডের স্বাক্ষী আছি। তাই নিজ এলাকার উন্নয়নে আমরা এবারও রাজ্জাক ভাইকে নির্বাচিত করবো।

    spot_imgspot_img

    ফলো করুন-

    সম্পর্কিত বার্তা

    জনপ্রিয় বার্তা

    সর্বশেষ বার্তা