spot_img
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
29 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
spot_img
আরও
    DinBartaরাজনীতিআমি আপনাদের সন্তান, আপনাদের আপনজন- মো হাসিম
    spot_imgspot_img

    আমি আপনাদের সন্তান, আপনাদের আপনজন- মো হাসিম

    মো হাসিম আসন্ন খোকসা উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে খোকসা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বর পদপ্রার্থী হিসেবে প্রথমবারের মত এবার নির্বাচন করছেন.

    মো হাসিম রতনপুর গ্রামের রওশন আলী শেখের সন্তান। অনেক আগে থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে তাদের পরিবার জড়িত।

    মো হাসিম টিউবওয়েল প্রতিক নিয়ে মেম্বার পদের জন্য নির্বাচন করছেন। তারুন্যের শক্তি নিয়ে সুন্দর একটি ওয়ার্ড গঠন করায় তার একমাত্র লক্ষ্য।

    আরও পড়ুন

    মো হাসিম জানান

    পুরাতন প্রথা ভেঙে নতুন করে সমাজ গঠন করার ইচ্ছা থেকেই তার এবারের নির্বাচনে অংশগ্রহণ করা। তিনি আরও বলেন, আমি এ এলাকার সন্তান, সবাই আমার আপনজন, আমার আত্মীয়। আমি কোন নেতা হতে এবারের নির্বাচনে অংশগ্রহণ করিনি।

    আমি আপনাদের আপনজন,আত্মীয় ও বন্ধু হতে এসেছি। আমি সবার দোয়া নিয়ে মেম্বার হতে পারলে খোকসা ইউনিয়নে আমার ওয়ার্ড হবে সবথেকে আধুনিক। মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুকসহ সকল সমাজবিরোধী কর্ম-কান্ড জিরো লেভেলে নিয়ে আসবো।

    মোঃ হাসিম জানান, খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতারের হাত ধরেই তার রাজনৈতিক পথ চলা শুরু।

    তিনি আরও বলেন, একটি কুচক্রী মহল আমাকে নিয়ে সব সময়ই ষড়যন্ত্রে লিপ্ত আছে। তবে ষড়যন্ত্র করে লাভ হবেনা, ওয়ার্ডবাসীর ভালোবাসায় আমি এগিয়ে যাব ইনশাল্লাহ। সবাই আমার এলাকাবাসীর জন্য দোয়া করবেন।

    spot_imgspot_img

    ফলো করুন-

    সম্পর্কিত বার্তা

    জনপ্রিয় বার্তা

    সর্বশেষ বার্তা