ব্যবহৃত মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ১২৯ দিন (৪ মাস ৯ দিন) পর সৌদি আরব থেকে উদ্ধার করেছে যশোরের অভয়নগর থানা পুলিশ।
গত সোমবার (১৮ এপ্রিল) রাতে উদ্ধার করা মোবাইল ফোনটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।
মোবাইল ফোনটির প্রকৃত মালিক ছিলেন অভয়নগর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ করিম।
আরও পড়ুনঃ এমএলএম ব্যবসার নামে ১০ কোটি টাকা আত্মসাৎ, পরিচালক গ্রেফতার
মাসুদ করিমের ভাষ্যমতে, ২০২১ সালের ১৯ ডিসেম্বর অভয়নগর থেকে মাদারীপুরে বেড়াতে যান মাসুদ করিম। সেখানে দিনের কোনো এক সময় তার 'স্যামসাং ব্রান্ডের এ-৭০' মডেলের মোবাইল ফোন হারিয়ে যায়।
ওইদিনই বিকেলে তিনি মাদারীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১০০০) করেন। পরে জিডির কপি অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসানের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুনঃ ফেরাউন কে? ফেরাউনের নাম নিয়ে যত বিভ্রান্তি
এ ব্যাপারে অভয়নগর থানার ওসি শামীম হাসান বলেন, যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সহযোগিতায় জানতে পারি হারিয়ে যাওয়া মোবাইল ফোন সিলেট জেলা শহরে এক নারী পাঁচদিন ব্যবহার করেছেন। পরে ওই নারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তার স্বামী সৌদি আরবে যাওয়ার আগে ফোনটি কিনেছিলেন। ফোনটি তার স্বামী সৌদি আরবে নিয়ে গেছেন।
ওসি আরও বলেন, এরপর ওই নারীর মাধ্যমে তার স্বামীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনটি দেশে পাঠানোর ব্যবস্থা করেন। সৌদি আরব থেকে উদ্ধার মোবাইল সোমবার রাতে প্রকৃত মালিক অভয়নগর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ করিমের কাছে হস্তান্তর করা হয়।
দিনবার্তা | সব সময়, সব খানে
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
Copyright © 2025 DinBarta. All rights reserved.