যে হারে সংক্রমণ বাড়ছে তা ‘আশঙ্কাজনক’ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘এখন দেশের সবাইকে সচেতন থাকতে হবে।
বাস চালাতে হবে অর্ধেক যাত্রী নিয়ে। মাস্ক ছাড়া কেউ যানবাহনে উঠতে ও চলাচল করতে পারবে না, মাস্ক ছাড়া চলাচলে জরিমানা করা হবে।’
মঙ্গলবার (৪ জানুয়ারি) সচিবালয়ে ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের রোগী আমাদের দেশেও পাওয়া গেছে। সপ্তাহখানেক ধরে রোগী বাড়ছে করোনা ভাইরাসের। সংক্রমণ যেভাবে বাড়ছে তা আশঙ্কাজনক।
আরও পড়ুন
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় বিভিন্ন বিধিনিষেধ তুলে দিয়েছিল সরকার। আবার নতুন করে কিছু বিধিনিষেধে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে।
তিনি বলেন, এতদিন দোকান খোলা ছিল ১০টা পর্যন্ত। পরিবর্তে এখন থেকে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা থাকবে। মাস্ক ছাড়া দোকানে কেউ যেতে পারবে না। গেলে দোকান মালিক এবং ক্রেতা সবার জরিমানা করা হবে।
দেশের সব বর্ডারগুলোকে আরও শক্তিশালী করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি জানান, লকডাউনের চিন্তা এখনও করছে না সরকার। তবে সংক্রমণ বেড়ে গেলে তখন সেটা নিয়ে চিন্তা-ভাবনা করা হবে।
সারাদেশে মানুষ যাতে স্বাস্থ্যবিধি মানে, সে ব্যাপারে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘আগামী ৭ দিনের মধ্যে সরকারের এসব নির্দেশনা বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।’
দিনবার্তা | সব সময়, সব খানে
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
Copyright © 2025 DinBarta. All rights reserved.