
কুষ্টিয়া পৌরসভার ১৮ নং ওয়ার্ডের পূর্ব মজমপুর এলাকার রেললাইনের ধারে ইসহাকের পুত্র বাপ্পির নিজ বাসভবনে শনিবার সন্ধ্যা ৭ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জালে এই মাদক ব্যবসায়ী আটক হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ বেলাল হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযানটি পরিচালনা করেন।
আরও পড়ুনঃ পদ্মা সেতুর নাট বল্টু খোলেন শিবিরকর্মী মাহদি
সে সময় বাপ্পির বাড়ি থেকে ৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের মদ ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া শাখা।
এ সময় দক্ষতার সাথে অভিযানটি পরিচালনা করেন সাব ইন্সপেক্টর শেখ আবুল কাশেম, সাব ইন্সপেক্টর জি এম হাফিজুর রহমান, অতিরিক্ত সাব-ইন্সপেক্টর মোঃ হোসেন আলী সহ আরো অনেকে।
পরিদর্শক বেলাল হোসেন বলেন, মাদক দেশ ও জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যায় একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে মাদক নির্মূলের বিকল্প নেই। আমরা মাদকের বিষয়ে জিরো টলারেন্স। সুন্দর দেশ ও জাতি গঠনে আমরা সকলের সহযোগিতা কামনা করছি। একটি পরিবার কে ধ্বংসের জন্য একজন মাদক সেবন কারি যথেষ্ট। তাই আমাদেরকে তথ্য দিন সুন্দর দেশ ও জাতি গঠনে সহযোগিতায় আপনারা এগিয়ে আসুন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।