spot_img
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫
24.6 C
Bangladesh
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫
spot_img
আরও
    DinBartaকুষ্টিয়াখোকসাপ্রধানমন্ত্রীর উপহার জাতির শ্রেষ্ঠ সন্তানের বীর নিবাসে হামলা ও ভাংচুর
    spot_imgspot_img

    প্রধানমন্ত্রীর উপহার জাতির শ্রেষ্ঠ সন্তানের বীর নিবাসে হামলা ও ভাংচুর

    শুক্রবার (৫/৫/২০২৩ইং) কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের কোমরভোগ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আকামদ্দিন মেলেটারির মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার জাতির শ্রেষ্ঠ সন্তানদের বীর নিবাসে হামলা ও ভাংচুর করে কোমরভোগ গ্রামের শরিফ হোসেন নয়ন বাহিনী।

    মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের আত্মমর্যাদা ও সম্মান সবার ওপরে। কারণ জীবনের মায়া ও পরিবারের টান উপেক্ষা করে মুক্তিযুদ্ধে যোগ দিয়ে এ দেশকে স্বাধীন করে এনেছেন তাঁরা। তাঁদের সংগ্রামের ফলেই বর্তমান স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্তিত্ব সম্ভব হয়েছে। আর সেই বীর মুক্তিযোদ্ধার বীর নিবাসে হামলা ও ভাংচুর করে শরিফ হোসেন নয়নসহ তার লোকজন।

    আরও পড়ুনঃ খোকসায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাংচুর ও মারপিট

    বীর মুক্তিযোদ্ধা আকামদ্দিন মেলেটারির সাথে কথা বলে জানা যাই, হটাৎ করেই তিনি বাড়িতে থাকা অবস্থায় শরিফ হোসেন নয়ন ও তার লোকজন নিয়ে বাড়িতে এসে অতর্কিত ভাবে হামলা করে তার মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার বীর নিবাসে হামলা ও ভাংচুর করে কোমরভোগ গ্রামের শরিফ হোসেন নয়ন বাহিনী।

    তিনি বলেন শরিফ হোসেন নয়ন সহ তার লোকজন আমার বাড়িতে এসে খারাপ আচরন করে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকী দেই মেরেফেলার এবং বীর নিবাস সহ মটরসাইকেল তারা ভাংচুর করে।

    এমতাবস্থায় তিনি প্রশাসনের কাছে নিরাপত্তার জোর দাবি জানান। বীর মুক্তিযোদ্ধা আকামদ্দিন আরো বলেন আমি মাননীয় প্রধানমন্ত্রী নিকট আকুল আবেদন জানিয়ে এর সুষ্ট বিচার চাই।

    spot_imgspot_img

    ফলো করুন-

    সম্পর্কিত বার্তা

    জনপ্রিয় বার্তা

    সর্বশেষ বার্তা