ঢাকারবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬

বিমানবন্দরে আটক তিন ইসরাইলি

আন্তর্জাতিক ডেস্ক
জানুয়ারি ৪, ২০২২ ৪:৪৪ অপরাহ্ণ
শেয়ার করুন:-
Link Copied!

চুরি করার সময় দুবাই বিমানবন্দরে আটক তিন ইসরাইলি নাগরিক।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরে চুরি করার সময় তিন ইসরাইলি নাগরিককে হাতেনাতে ধরেছে দেশটির পুলিশ। ইসরাইলের স্থানীয় গণমাধ্যমেই এ খবর জানানো হয়েছে।

আরও পড়ুন

খবরে বলা হয়, দুবাইয়ে ঘুরতে যাওয়া ওই তিন ইসরাইলি নাগরিক বিমানবন্দরের শুল্কমুক্ত দোকান থেকে চকলেট, মদের বোতল ও স্বর্ণখচিত আইফোন চুরি করার চেস্টা করেন।

এ ঘটনায় অভিযুক্তদের কয়েক হাজার দিরহাম জরিমানা করা হয়। তবে বিমানবন্দরে আটক তিন ইসরাইলি কে জেলে বন্দি না করে বিমানে উঠতে দিয়ে ইসরাইলে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়।

২০২১ সালেও দুবাইয়ের হোটেল থেকে বিভিন্ন জিনিস চুরি করার সময় কয়েকজন ইসরাইলিকে আটক করা হয়েছি’ল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।