spot_img
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
29 C
Bangladesh
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
spot_img
আরও
    DinBartaদেশবাণিজ্যমেলায় যাতায়াতের জন্য থাকছে বাস সার্ভিস
    spot_imgspot_img

    বাণিজ্যমেলায় যাতায়াতের জন্য থাকছে বাস সার্ভিস

    ঢাকার অদূরে পূর্বাচলে আয়োজিত বাণিজ্যমেলায় বাস সার্ভিস চালু করছে বিআরটিসি

    স্থায়ী ঠিকানায় এই প্রথমবারের মতো আয়েজিত হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। এবারের মেলা আয়োজিত হয়েছে রূপগঞ্জ থানার পূর্বাচল সিটিতে।

    মেলায় প্রবেশের জন্য টিকিট বিক্রি হচ্ছে প্রাপ্ত বয়স্ক ৪০ টাকায়, তবে শিশুদের জন্য টিকিটের মূল্য রাখা হচ্ছে ২০ টাকা। মেলায় যাওয়ার জন্য ঢাকার বিভিন্ন জায়গা থেকে আলাদা বাস সার্ভিস চালু করেছে বিআরটিসি।

    আরও পডুন

    শনিবার (১ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উদ্বোধন করেন আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৬তম এ আসর।

    তবে মেলার প্রথম দিনেও অনেক স্টল নির্মাণাধীন দেখা যায়। কিছু কিছু স্টলে চলছে সৌন্দর্যদর্ধনের কাজ।

    সারা মাসব্যাপি প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে মেলা চলবে রাত ৯টা পর্যন্ত। এছাড়া সরকারি ছুটির দিনে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।

    এবারের মেলায় দেশি-বিদেশি মিলিয়ে ২৩টি বড় প্যাভিলিয়ন রয়েছে, মিনি প্যাভিলিয়ন রয়েছে ২৭টি। এছাড়া ১৬২টি স্টলের পাশাপাশি থাকছে ১৫টি খাবারের স্টলও।

    মেলা উপলক্ষে রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে বিআরটিসির ৩০টি বাস পূর্বাচলে যাতায়াত করবে। কমলাপুর থেকে রামপুরা, বাড্ডা, কুড়িল বিশ্বরোড হয়ে বাণিজ্য মেলা এবং শেওড়া বাসস্ট্যান্ড থেকে কুড়িল বিশ্বরোড হয়ে ৩০০ ফিট দিয়ে বাণিজ্যমেলায় বাস সার্ভিস বাস চলবে।

    বাণিজ্য মন্ত্রণালয়ের পরামর্শে দর্শনার্থীদের চাহিদা অনুযায়ী দোতলা বাস সরবরাহ করবে বিআরটিসি।

    মেলা শুরু হলেও বিদেশি স্টলের উপর করোনা মহামারির প্রভাব রয়ে গেছে। কেবল ভারত, তুরস্ক, ও দক্ষিণ কোরিয়ার কয়েকটি কোম্পানি মেলায় অংশ নিচ্ছে।

    থাইল্যান্ডের কয়েকটি কোম্পানিও প্রতিনিধি প্রতিষ্ঠানের মাধ্যমে মেলায় অংশ নিচ্ছে। তবে মেলার নিয়মিত অংশ নেওয়া ইরান এবছর থাকছে না।

    spot_imgspot_img

    ফলো করুন-

    সম্পর্কিত বার্তা

    জনপ্রিয় বার্তা

    সর্বশেষ বার্তা