ঢাকাবৃহস্পতিবার, ৩১শে জুলাই, ২০২৫

বজ্রপাতে মানুষের মৃত্যু কমাতে নতুন উদ্যোগ

DinBarta
নভেম্বর ২০, ২০২১ ৩:৩৭ পূর্বাহ্ণ
শেয়ার করুন:-
Link Copied!

বজ্রপাতে মানুষের মৃত্যু কমিয়ে আনার জন্য নতুন একটি পরিকল্পনা হাতে নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

এ প্রকল্পের আওতায় হাওর অঞ্চলে ১,০০০ কংক্রিটের শেল্টার নির্মাণ করা হবে। এসব শেল্টারে বজ্রপাত নিরোধক যন্ত্রও স্থাপন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।

সরকারি হিসেবে দেশে প্রতিবছর বজ্রপাতে ১৬০ থেকে ২০০ মানুষ মারা যায়, যাদের বেশিরভাগই হচ্ছে কৃষক।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানিয়েছে, বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কমিয়ে আনার লক্ষ্য হাওর অঞ্চলে কংক্রিটের শেল্টার হোম নির্মাণের পাশাপাশি আগাম সতর্কতা দেবার জন্য ৭২৩টি কেন্দ্র স্থাপন করা হবে।

পূর্বাভাস কেন্দ্র থেকে স্থানীয় অধিবাসীদের ৪০ মিনিট আগে মোবাইলে বার্তা পাঠানো হবে। যাতে তারা নিরাপদ আশ্রয়ে আসতে পারে।

বজ্রপাতে মানুষের মৃত্যু কমানোর জন্য আগেও পরিকল্পনা নেয়া হয়েছিল। ২০১৭ সালে ১০ লক্ষ তালগাছ লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছিল সরকার। কিন্তু তাতে কোন লাভ হয়নি।

আরও পড়ুন

ই-কমার্স গেটওয়েতে আটকা টাকা ফেরত দিতে রুল

যেসব বিদেশি গাছ শত শত দেশি প্রজাতির বিলুপ্তির কারণ

প্রতিমন্ত্রী এনামুর রহমান জানিয়েছেন, এবার হাওর অঞ্চলে ১ কিলোমিটারে একটি করে কংক্রিট শেল্টার নির্মাণ করা হবে।

“১ কিলোমিটার পর পর শেল্টার নির্মাণ হলে পূর্বাভাস পাওয়া মাত্র মানুষ নিরাপদ আশ্রয়ে আসতে পারবে। কারণ, ১ কিলোমিটার পথ হেঁটে আসতে ২০ মিনিট সময় লাগে। সেজন্য ৪০ মিনিট আগে সতর্কবার্তা দেয়া হবে,” বলেন প্রতিমন্ত্রী এনামুর রহমান।

বিশেষজ্ঞদের মতে

বজ্রপাত-নিরোধক যন্ত্র ব্যবহার করে কংক্রিট শেল্টার নির্মাণ একটি অভিনব উদ্যোগ। তবে এর জন্য যথাযথ ম্যাপিং করতে হবে।

যেখানে সেখানে শেল্টার নির্মাণ করলেই হবে না বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এ. এইচ. এম. আসাদুল হক।

“যেসব শেল্টার নির্মাণ করা হবে সেগুলোর ভালো ব্যবস্থাপনা এবং পরিকল্পনা থাকতে হবে। তা না হলে পরবর্তীতে দেখা যাবে এসব শেল্টার উল্টো বোঝা হয়ে দাঁড়িয়েছে,” বলেন অধ্যাপক এ. এইচ. এম. আসাদুল হক।

দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী বলেন, পর্যালোচনা করে দেখা গেছে বজ্রপাতে সবচেয়ে বেশি ভাগ মানুষ মারা যায় হাওর অঞ্চলে।

মানুষকে পূর্বাভাস দেবার জন্য একটি অ্যাপ বানানো হবে হবে জানান প্রতিমন্ত্রী।

পৃথিবীর বিভিন্ন দেশে বজ্রপাত এর পূর্বাভাস দেবার ব্যবস্থা রয়েছে বলে উল্লেখ করেন অধ্যাপক আসাদুল হক। এর মাধ্যমে মৃত্যু ঝুঁকি কমিয়ে আনা সম্ভব হবে বলে তিনি মনে করেন।

এ প্রকল্পের জন্য প্রথমে ৩০০ কোটি টাকা ধরা হয়েছে। এর সার সংক্ষেপ অতি শীঘ্রই প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে এবং প্রধানমন্ত্রী অনুমোদন করলে বাস্তবায়ন শুরু হবে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।