প্রার্থনা…
বান্দা হিসেবে হয়তো শ্রেষ্ঠ নাও হতে পারি,
তবুও যেন সারা জীবন আপনার গুনো গান গাইতে পারি।
আপনি দয়াময় দয়ালু আধার রাতের বাত্তি,
ক্ষমা সহিত মৃত্যু দিয়ে করুন আমলনামায় ঘাটতি।
আপনি তো সেই বিচার দিবসের মালিক!
যাহার কাছে সেজদায় লুটাই এবং আপনারই সাহায্য প্রার্থী।
আপনি তো সেই সরল পথের বাগানের মালিক,
যাহার প্রতিনিধিত্ব করেছে আপনার প্রেরিত শতশত হেদায়েতের মালি।
আমি তো সেই বান্দা! সেই সরল পথের হেদায়াত প্রার্থী।
চাই সরল পথের অনুগ্রহ, চাই না আপনারই ক্রোধে ভরা পথভ্রষ্টের সাথী।