ঢাকাবৃহস্পতিবার, ২৯শে জানুয়ারি, ২০২৬

পোল্যান্ড সীমান্তে শরণার্থীদের চাপ

DinBarta
মার্চ ৫, ২০২২ ৩:৪৩ পূর্বাহ্ণ
শেয়ার করুন:-
Link Copied!

১০ লাখেরও বেশি শরণার্থী ইউক্রেন থেকে পোল্যান্ড যাওয়ায় চাপের মুখে পড়েছে দেশটি। পোল্যান্ড সীমান্তে শরণার্থীদের চাপ প্রতিদিন বাড়ছে।

রাশিয়ার আগ্রাসনের প্রথম সপ্তাহে ১০ লাখেরও বেশি ইউক্রেনিয়ান দেশ ছেড়ে পালিয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ভয়েজ অব আমেরিকা।

আরও পড়ুনঃ আগামীকালের মধ্যে অভিযান শেষ করার নির্দেশ পুতিনের

জাতিসংঘের মতে, ৫ লাখেরও বেশি মানুষ পোল্যান্ডে পাড়ি দিয়েছে। আরও ১০ লাখ ইউক্রেনের অভ্যন্তরে বাস্তুচ্যুত হয়েছে। ইইউ ধারণা করছে যে, আগামী সপ্তাহগুলোতে ৭০ লাখ ইউক্রেনিয়ান দেশত্যাগ করতে পারে।

পোল্যান্ডে ইতোমধ্যেই অনেক আশ্রয়প্রার্থী রয়েছে এবং অনেক শরণার্থী বন্ধু বা পরিবারের সাথে থাকছে। অন্যদের স্কুল, হোটেল এবং গুদামে স্থাপিত আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।

কিন্তু এটাই সম্পূর্ণ চিত্র নয়। অনেক ইউক্রেনে যুদ্ধ করতে বাড়ি ফিরে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।