spot_img
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪
28 C
Bangladesh
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪
spot_img
আরও
    DinBartaস্বাস্থ্য ও চিকিৎসাডেঙ্গুনতুন ডেঙ্গু রোগী হাসপাতালে নেই
    spot_imgspot_img

    নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে নেই

    দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন কোনো রোগী হাসপাতালে ভর্তি হয়নি। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে মোট ২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

    গত শুক্রবার (২০ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

    আরও পড়ুনঃ হজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো

    এতে বলা হয়, বর্তমানে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। ঢাকার বাইরে সারাদেশে নতুন এবং পুরাতন কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি নেই।

    এবছর ১ জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২৩৪ জন। একই সময়ে তাদের মধ্য থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২১১ জন রোগী। এ বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনও কেউ মারা যায়নি।

    গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

    spot_imgspot_img

    ফলো করুন-

    সম্পর্কিত বার্তা

    জনপ্রিয় বার্তা

    সর্বশেষ বার্তা