ঢাকারবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬

ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
জানুয়ারি ২১, ২০২২ ৮:০৬ অপরাহ্ণ
শেয়ার করুন:-
Link Copied!

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

প্রাথমিক ভাবে উক্ত আরোহীর নাম মহসীন হোসেন (৩৫) জানা গেছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার দিকে দৌলতপুর-ভেড়ামারা সড়কের আল্লাহর দর্গা নামক স্থানে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়।

দিনবার্তায় আরও পড়ুনঃ

নিহত মহসীন হোসেন ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া এলাকার মৃত খতিবুর রহমানের ছেলে। তিনি স্থানীয় একটি বিড়ি কারখানায় কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কারখানার ডিউটি শেষে মোটরসাইকেলে করে দৌলতপুর থেকে বাড়ি ফিরছিলেন মহসীন। এসময় একটি ড্রাম ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা মহসীনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।