ঢাকাবুধবার, ৯ই জুলাই, ২০২৫

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু ১৬ অক্টোবর

স্পোর্টস ডেস্ক
জানুয়ারি ২১, ২০২২ ৯:১৭ অপরাহ্ণ
শেয়ার করুন:-
Link Copied!

অক্টোবর ২০২২ এ শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ এর সূচি প্রকাশ করেছে আইসিসি।

সূচি অনুযায়ী আগামী ১৬ অক্টোবর থেকে বিশ্বকাপের আসর শুরু হলেও বাংলাদেশের লড়াই শুরু হবে ২৪ অক্টোবর থেকে।

অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপের প্রথম পর্বের লড়াই শুরু হবে শ্রীলঙ্কা বনাম নামিবিয়ার ম্যাচ দিয়ে। ১৬ অক্টোবর থেকে শুরু হয়ে এই পর্ব চলবে ২১ অক্টোবর পর্যন্ত। যেখানে মূল পর্বে উঠার লড়াইয়ে নামবে শ্রীলঙ্কা, নামিবিয়া, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড এবং বাছাইপর্ব পেরিয়ে আসা দুই দল।

দিনবার্তায় আরও পড়ুন

প্রথম পর্ব শেষে মূল পর্ব শুরু হবে ২২ অক্টোবর থেকে। প্রথম দিন মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও আগের আসরের রানার্সআপ নিউজিল্যান্ড টিম। একই দিনের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে আফগানিস্তান। ২৩ অক্টোবর মাঠে গড়াবে ভারত-পাকিস্তান খেলা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এ বাংলাদেশের খেলার সূচি

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২- এ বাংলাদেশের খেলার সূচি
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২- এ বাংলাদেশের খেলার সূচি

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর পুরো সূচি দেখুন এখানে

বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ প্রথম পর্বে গ্রুপ ‘এ’-এর রানার্সআপ দল। টাইগারদের দ্বিতীয় ম্যাচ ২৭ অক্টোবর, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তৃতীয় ম্যাচে তাদের মোকাবিলা করবে প্রথম পর্বে গ্রুপ ‘বি’-এর চ্যাম্পিয়ন দল। ২ নভেম্বর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৬ নভেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।

বিশ্বকাপের দুই সেমিফাইনাল হবে যথাক্রমে ৯ ও ১০ নভেম্বর। এরপর ১৩ নভেম্বর হবে ফাইনাল ম্যাচ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ব্রিসবেন, অ্যাডিলেড, গিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ এবং সিডনিতে।

আগের আসরে প্রথম পর্বে খেললেও এবার সরাসরি মূল পর্বে খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। গ্রুপ ‘বি’-তে টাইগারদের সঙ্গী ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং প্রথম পর্বে গ্রুপ্প ‘বি’-এর চ্যাম্পিয়ন এবং গ্রুপ ‘এ’-এর রানার্সআপ দল। অন্যদিকে মূল পর্বের গ্রুপ ‘এ’-তে আছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং প্রথম পর্বে গ্রুপ ‘এ’-এর চ্যাম্পিয়ন এবং গ্রুপ ‘বি’-এর রানার্স আপ দল।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।