ঢাকাবুধবার, ৯ই জুলাই, ২০২৫

টিকিট কালোবাজারিদেরকে আটক করছে দুদক

জেলা প্রতিনিধি
এপ্রিল ১, ২০২২ ১১:৪১ অপরাহ্ণ
শেয়ার করুন:-
Link Copied!

দিনাজপুর রেলস্টেশনে দুই টিকিট কালোবাজারিকে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে দুদকের কর্মকর্তারা ক্রেতা সেজে টিকিট কাটার সময় আটক করেন তাদের।

আটককৃত ব্যক্তিরা হলেন দিনাজপুরের বিরল উপজেলার রুস্তম আলী (৪৫) ও সদর উপজেলার ফারুক হোসেন (৫৫)।

আরও পড়ুনঃ ইভ্যালির গেটওয়েতে আটকে থাকা টাকা যে কারনে রিফান্ড দেওয়া যাচ্ছে না।

দিনাজপুর রেলওয়ে ও দুদক সূত্রে জানা গেছে, দুপুরে ক্রেতা সেজে টিকিট করতে যান দুদকের দুই কর্মকর্তা। এসময় কালোবাজারে টিকিট বিক্রিকারী দুজন দিনাজপুর থেকে ঢাকার ৪৬৫ টাকার টিকিট এক হাজার টাকা দাবি করেন। দুদকের কর্মকর্তারা টিকিটের দাম এক হাজার টাকা করে দিতে রাজি হন। এরপর ওই দুই ব্যক্তি বিক্রির জন্য টিকিট বের করলে তাদের হাতেনাতে আটক করেন কর্মকর্তারা।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরের উপ-পরিচালক মো. আহসানুল কবীর পলাশ জানান, আটক হওয়া দুজনকে দিনাজপুর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দিনাজপুর জিআরপি পুলিশের উপ-পরিদর্শক মো. জাহেদুল ইসলাম জানান, দুজনের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের আদালতে হাজির করা হবে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।