spot_img
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪
28 C
Bangladesh
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪
spot_img
আরও
    DinBartaময়মনসিংহশেরপুরছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
    spot_imgspot_img

    ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

    শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে ছেলের লাঠির আঘাতে সুরুজ আলী (৭০) নামের এক বৃদ্ধ বাবার মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার শংকরঘোষ এলাকায় এ ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায গেছে, সুরুজ আলীর তিন ছেলে ও দুই মেয়ে। বড় ছেলে বিল্লাল হোসেনের সঙ্গে তার প্রায়ই ঝগড়া বিবাদ হতো। শুক্রবার দুপুরে বাবা ও ছেলের মধ্যে সামান্য কথা-কাটাকাটি হয়। বিকেলে সুরুজ আলী বাড়ির পাশে বাজারে যান। এসময় বিল্লাল হোসেন অতর্কিতভাবে তার বাবাকে লাঠি দিয়ে আক্রমণ করেন। একপর্যায়ে ঘটনাস্থলেই সুরুজ আলী নিহত হন। ঘটনার পর বিল্লাল হোসেন পালিয়ে যান।

    আরও পড়ুনঃ নয়টি মামলা থেকে জামিন পেয়েছেন ইভ্যালির রাসেল

    নিহত সুরুজ আলীর মেয়ে ইসমত আরা বলেন, ‘আমার বাবাকে বড় ভাই দেখতে পারতো না। বাবাকে দেখলেই শুধু মারবার আসতো। এজন্য মানুষে বড় ভাইকে বলতো মানসিক রোগী। আজ বাবারে মেরেই ফেললো।’

    ছোট ছেলে কুদ্দুস আলী বলেন, ‘বড় ভাইয়ের সঙ্গে জমিজমা নিয়ে মাঝে মধ্যে আমাদের ঝগড়া লাগতো। আজ দুপুরে পরিবারের সঙ্গে ভাইয়ের কথা- কাটাকাটি হয়। পরে বাবারে পিটায়ে মেরে ফেলেছে। আমি ভাইয়েরে ধরার জন্য কয়েক জায়গায় গেছিলাম, পাইনি।’

    শ্রীবরদী থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল আমিন বলেন, ছেলের লাঠির আঘাতে সুরুজ আলী নামের এক বৃদ্ধ বাবার মৃত্যু হয়েছে আমরা জেনেছি, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    spot_imgspot_img

    ফলো করুন-

    সম্পর্কিত বার্তা

    জনপ্রিয় বার্তা

    সর্বশেষ বার্তা