কুষ্টিয়ার খোকসায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই একদিনের মধ্যেই চাঁদট ঘাট পুনরায় চালু হবে বলে জানানো হয়েছে।
শুক্রবার রাতে ঘাট ইজারাদারদের সাথে বৈঠক শেষে উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার বিশ্বাস জানান ঘাট মালিক মনিরুল ইসলাম দুই-একদিনের মধ্যেই ঘাট চালানোর আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুনঃ কুষ্টিয়া জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন সাব্বিরুল আলম
উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস বলেন চাঁদট ঘাট বন্ধ হওয়ার পর থেকে চালু করার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আজ রাতে ইজারাদারদের সাথে বৈঠক শেষে ইজারাদার মনিরুল ইসলাম ঘাট চালানোর জন্য সম্মত হন। এ ব্যাপারে উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে জানান।
আরও পড়ুনঃ কুষ্টিয়ার কুমারখালীতে তিন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
এ বিষয়ে ঘাটে ইজারাদার মনিরুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের জানান প্রশাসনের সহযোগিতা পেলে আমি আমার নৌকা সংস্কার করে দুই একদিনের মধ্যে ঘাট চালু করবো । তিনি এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসাহাক আলীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।