কুষ্টিয়া জেলার খোকসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(বালক অনুর্ধ্ব-১৭)- ২০২২ এর আনুষ্ঠানিক ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ বেতবাড়ীয়া ইউনিয়ন বনাম গোপগ্রাম ইউনিয়ন পরিষদের মধ্যকার ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান।
আরও পড়ুনঃ কুষ্টিয়ায় কলেজ অধ্যাপকের হাতের কবজি বিচ্ছিন্ন করেছে দূর্বৃত্তরা
খোকসা উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে খোকসা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ তারিকুল ইসলাম, খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী,
খোকসা পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তারিকুল ইসলাম, খোকসা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান,খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলার ফলাফল
বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ টাইব্রেকার এর মাধ্যমে বিজয় লাভ করে।