ঢাকারবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬

খোকসাতে সংখ্যালঘুর বাড়িতে মুখোশধারী সশস্ত্র ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট

সজল রায়
জুন ১৮, ২০২৩ ৯:২৬ অপরাহ্ণ
শেয়ার করুন:-
Link Copied!

কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার পৌর ভূমি অফিসের পাশে জানিপুর বাজারের ব্যবসায়ী অশোক পালের বাড়িতে আজ (রবিবার) ভোর রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাত দল অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে। ঘটনা ঘটেছে থোকসা থানার ১০০০ মিটারের মধ্যেই।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
অশোক পাল জানান, রাত আড়াই টার দিকে দরজার ছিটকিনি ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে ১০/১২ জনের একটি ডাকাত দল। তারা সবাই মুখোশ পরিহিত ছিল। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সকল সদস্যদের জিম্মি করে লকার, আলমারি ভেঙে প্রায় সাত থেকে চৌদ্দ ভরি সোনা, নগদ প্রায় চার লক্ষ টাকা, মোবাইল সেট সহ অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে যায়।

অশোক পাল জানান তিনি রাতেই খোকসা থানা পুলিশকে অবহিত করেন। ভোররাতে পুলিশের একটি টহল দল ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে আসেন।
ওসি জানান, এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। পুলিশ তদন্ত করছে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।