spot_img
বুধবার, এপ্রিল ২, ২০২৫
38.5 C
Bangladesh
বুধবার, এপ্রিল ২, ২০২৫
বুধবার, এপ্রিল ২, ২০২৫
spot_img
আরও
    DinBartaজাতীয়খোকসাতে গাজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক!
    spot_imgspot_img

    খোকসাতে গাজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক!

    কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার এক্তারপুর ইউপি এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে খোকসা থানা পুলিশ।

    শুক্রবার (১৯ মে) খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা হাবিবুল্লাহ নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম এসআই (নিঃ) মোজাম্মেল হক, সঙ্গীয় ফোর্স এএসআই (নিঃ) মোঃ কবির উদ্দিন, এএসআই (নিঃ) মুশফিকুজ্জামান খান চৌধুরী, কনস্টেবল মোঃ শাওন হোসেন, মোঃ রাসেল শেখ, মোঃ ইদ্রিস আলম খোকসা থানাধীন মাদক উদ্ধার গ্ৰেফতারী পরোয়ানা তামিল, ও জরুরী ডিউটি চলাকালীন এক্তারপুর বাজারে অবস্থান কালে জনৈক দুলাল হোসেনের বসত বাড়ির সামনে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য গাজা ক্রয় বিক্রয় করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনা স্থলে পুলিশ হাজির হয়ে দুই মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশি করে তাদের কোমড়ে থাকা সাদা পলিথিনের মধ্যে ২০০ শত গ্ৰাম গাজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

    আটককৃতরা হলো– কুষ্টিয়া জেলার খোকসা থানাধীন এক্তারপুর পশ্চিম পাড়া গ্রামের মৃতঃ মাদার আলীর ছেলে মোঃ দুলাল হোসেন (৫৫)।

    কুষ্টিয়া জেলার খোকসা থানাধীন কমলাপুর উত্তর পাড়ার মৃতঃ হালিচার রহমানের ছেলে মোঃ ওয়াসিম মিয়া (৪৫)।

    এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ, জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাজা নিজেদের হেফাজতে রেখে এই এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে খোকসা থানায় ২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে যাহার মামলা নং ১২, দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় ।

    spot_imgspot_img

    ফলো করুন-

    সম্পর্কিত বার্তা

    জনপ্রিয় বার্তা

    সর্বশেষ বার্তা