ঢাকারবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬

খোকসাতে আগুনে কেড়ে নিল, দিন মজুর কৃষকের শেষ সম্বল

সজল রায়
আগস্ট ১১, ২০২২ ১১:৪০ পূর্বাহ্ণ
শেয়ার করুন:-
Link Copied!

কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার ভবানীগঞ্জ গ্রামে সোমবার রাত আনুমানিক ১ টার সময় ৩ টা গরু ও ২ টা ছাগলসহ গোয়াল ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনা ঘটে।

প্রতিরাতের ন্যায় দিনমজুর কৃষক আরশেদ খান, সাংসারিক কাজ শেষে রাতে ঘুমাতে যায়। ঘুৃমানোর এক পর্যায়ে রাত আনুমানিক ১ টার সময় গরু রাখার ঘর থেকে ছাগলের ডাক শুনে বাইরে আসলে আগুন লেগে যাওয়া দেখে শোরগোল চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিভায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুনের সুত্রপাতটি মশার কয়েল থেকে হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

এতে আনুমানিক দিন মজুর আরশেদ খান’এর
৪ লক্ষাধিক টাকার ৩ টা গরু ও ২ টা ছাগল পুড়ে ছাঁই হয়ে গিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।