২০২১ – ২০২২ শিক্ষাবর্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের তিন কৃতি শিক্ষার্থী জারিন তাসমিন, মোছা. জয়নব খাতুন ও আফিয়া ওয়াসিমা শেফা পৃথক পৃথক সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
৮ নং যদুবয়রা ইউনিয়ন পরিষদ আয়োজনে বৃহস্পতিবার সকালে পরিষদের সভাকক্ষে সংবর্ধণা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন।
আরও পড়ুনঃ সারা দেশের ন্যায় খোকসাতে ১২৭ জন ভূমিহীন গৃহহীনকে জমিসহ ঘর প্রদান
যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেনারেল হাসাপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. মো. ওবাইদুল হক, কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ আল মামুন, যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী বজলুর রহমান।
এসময় ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ, পরিষদের সদস্য বৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ সহ অনেকে উপস্থিত ছিলেন।
কৃতি শিক্ষার্থী জারিন তাসনিম ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মোছা. জয়নব খাতুন শহিদ সোহরাওর্যাদী মেডিকেল কলেজ এবং আফিয়া ওয়াসিমা শেফা রাজশাহী মেডিকেল কলেজে ২০২১ – ২২ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পেয়েছেন।
দিনবার্তা | সব সময়, সব খানে
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
Copyright © 2025 DinBarta. All rights reserved.