spot_img
রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
29 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
spot_img
আরও
    DinBartaবিশেষ বার্তাকুষ্টিয়া থেকে ট্রেনের সময়সূচী
    spot_imgspot_img

    কুষ্টিয়া থেকে ট্রেনের সময়সূচী

    বাংলাদেশ রেলওয়ে থেকে সর্বশেষ আপডেট কুষ্টিয়া থেকে ট্রেনের সময়সূচী

    কুষ্টিয়া থেকে রাজশাহী

    কুষ্টিয়া শহরের প্রধান স্টেশন কুষ্টিয়া কোর্ট স্টেশন থেকে রাজশাহী গামী ট্রেনসমূহ-

    ১। টুঙ্গিপাড়া এক্সপ্রেস – কুষ্টিয়া কোর্ট ছেড়ে যায় সকাল ১০:০৬ মিনিটে। (বন্ধ – মঙ্গলবার) রাজশাহী পৌছায় দুপুর ০১:১০ মিনিটে

    কুষ্টিয়া থেকে রাজশাহী, টুঙ্গিপাড়া এক্সপ্রেস যাত্রা বিরতি স্টেশন
    • কুষ্টিয়া কোর্ট স্টেশন > পোড়াদহ জংশন > ভেড়ামারা > ঈশ্বরদী জংশন > রাজশাহী

    ২। মধুমতি এক্সপ্রেস – কুষ্টিয়া কোর্ট ছেড়ে যায় বিকেল ০৫:০৬ মিনিটে। (বন্ধ – বৃহষ্পতিবার) রাজশাহী পৌছায় রাত ৮:২০ মিনিটে

    কুষ্টিয়া থেকে রাজশাহী, মধুমতি এক্সপ্রেস যাত্রা বিরতি স্টেশন
    কুষ্টিয়া থেকে ট্রেনের সময়সূচী
    কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন

    কুষ্টিয়া থেকে ফরিদপুর

    মধুমতি এক্সপ্রেস – কুষ্টিয়া কোর্ট ছেড়ে যায় সকাল ১১:০৩ মিনিটে। (বন্ধ – বৃহষ্পতিবার) ফরিদপুর স্টেশনে পৌঁছায় দুপুর ১টা ১৫ মিনিটে। ফরিদপুরে ৩ মিনিট বিরতির পর ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে গিয়ে ভাঙ্গা স্টেশনে পৌঁছায় দুপুর ২টায়।

    কুষ্টিয়া থেকে ফরিদপুর, মধুমতি এক্সপ্রেস যাত্রা বিরতি স্টেশন

    কুষ্টিয়া থেকে রাজশাহী আন্তঃনগর ট্রেনের ভাড়া
    শোভন চেয়ার ১৬৫/- টাকা
    শোভন সীট ১৩৫/- টাকা
    কেবিন সীট ২২০/- টাকা

    কুষ্টিয়া থেকে গোয়ালন্দ ঘাটের ট্রেন-

    ১। নকশিকাঁথা এক্সপ্রেস (মেইল) – কুষ্টিয়া কোর্ট ছেড়ে যায় সকাল ৭:৩০ মিনিটে (প্রতিদিন চলে) ভাড়া-৩৫/- টাকা
    ২। শাটেল/লোকাল – কুষ্টিয়া কোর্ট ছেড়ে যায় সকাল ১১:৫৮ মিনিট (প্রতিদিন চলে) ভাড়া ৪০/- টাকা

    কুষ্টিয়া থেকে খুলনা

    ১। নকশিকাঁথা এক্সপ্রেস (মেইল) – কুষ্টিয়া কোর্ট ছেড়ে যায় বিকেল ৩:৫৫ মিনিটে (প্রতিদিন চলে) ভাড়া – ৬৫/- টাকা

    কুষ্টিয়া থেকে গোপালগঞ্জ

    ১। টুঙ্গিপাড়া এক্সপ্রেস (আন্তঃনগর ট্রেন) – কুষ্টিয়া কোর্ট ছেড়ে যায় সন্ধ্যা ০৬:১৫ মিনিটে (বন্ধ – সোমবার)

    কুষ্টিয়া থেকে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া এক্সপ্রেস যাত্রা বিরতি স্টেশন
    • কুষ্টিয়া কোর্ট > কুমারখালী > খোকসা > পাংশা > কালুখালী জংশন > বহরপুর > মধুখালী > বোয়ালমারী > কাশিয়ানী জংশন > চাপতা > ছোট বাহিরবাগ > চন্দ্রদিঘলিয়া > গোপালগঞ্জ > বোড়াশী > গোবরা

    নোটঃ উল্লিখিত কুষ্টিয়া থেকে ট্রেনের সময়সূচী অনেক সময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি ও ভাড়া পরিবর্তিত হতে পারে। এপ্রিল, ২০২৩ সাল সর্বশেষ হালানাগাদ।

    কুষ্টিয়ার কবিতা চাষীকবির কাব্যচিত্র

    spot_imgspot_img

    ফলো করুন-

    সম্পর্কিত বার্তা

    জনপ্রিয় বার্তা

    সর্বশেষ বার্তা