কুষ্টিয়ার খোকসায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোরগ্যাং, সাম্প্রদায়িকতা ও সাইবার ক্রাইম প্রতিরোধে সচেতনতামূলক স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভার
অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুরে খোকসা সরকারি কলেজ চত্বরে উপজেলা অডিটোরিয়ামে কমিউনিটি পুলিশিং সভায় সভাপতিত্ব করেন খোকসা থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার খায়রুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন খোকসা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ফজলুল হক, খোকসা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিলাল উদ্দিন, কমিউনিটি পুলিশিং এর উপজেলা সভাপতি আরিফুল আলম তসর, শোমসপুর আবু তালেব ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল্লাহ খালিদ, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও শোমসপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, কলেজ ছাত্র মহিউদ্দিন, মরসিনা মাহবুব প্রমুখ।