পদ্মা সেতু হয়ে কুষ্টিয়া থেকে ঢাকা ট্রেন সমূহের সম্ভাব্য সময়সূচী মিলিয়ে ঢাকা-ভাঙ্গা রেলপথের সঙ্গে যুক্ত হবে, ট্রেন চলাচল শুরু হবে ১০ই অক্টোবর থেকে।
প্রাথমিক ভাবনায় রাজবাড়ী, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গার দর্শনা, যশোরের বেনাপোল, খুলনা, রাজশাহীর ট্রেনও এই পথে চালানোর চিন্তা আছে। সে ক্ষেত্রে ভারতে যাওয়ার মৈত্রী ট্রেনও এ পথ ব্যবহার করবে ভবিষ্যতে।
আরও পড়ুনঃ কুষ্টিয়া থেকে ট্রেনের সময়সূচী
আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস রুট বর্ধিত করে রাজশাহী-ভাঙ্গা এর পরিবর্তে ১০ই অক্টোবর উদ্ধোধন হয়ে ১৭ই অক্টোবর থেকে রাজশাহী-ঢাকা রুটে চলাচল করবে ভায়া পদ্মাসেতু।
মধুমতী এক্সপ্রেস এর সম্ভাব্য সময়সূচী:
সাপ্তাহিক বন্ধ: বৃহস্পতিবার
রাজশাহী | ০৬:০০ |
ঈশ্বরদী | ০৭:১০ |
পাকশী | ০৭:০০ |
ভেড়ামারা | ০৭:৩০ |
মিরপুর | ০৭:৪০ |
পোড়াদহ | ০৮:১৫ |
কুষ্টিয়া | ০৮:৩০ |
কুমারখালি | ০৮:৪৫ |
খোকসা | ০৯:০০ |
পাংশা | ০৯:১৫ |
কালুখালী | ০৯:৩০ |
রাজবাড়ী | ০৯:৫০ |
ফরিদপুর | ১০:২৫ |
ভাংগা | ১১:০০ |
পদ্মা | ১১:৩০ |
মাওয়া | ১১:৫০ |
নীমতলী | ১২:১৫ |
ঢাকা | ১২:৪০ |
ঢাকা | ১৬:০০ |
নীমতলী | ১৬:২৫ |
মাওয়া | ১৬:৫০ |
পদ্মা | ১৭:১০ |
ভাংগা | ১৭:৪০ |
ফরিদপুর | ১৮:১৫ |
রাজবাড়ী | ১৮:৫০ |
কালুখালী | ১৯:১০ |
পাংশা | ১৯:২৫ |
খোকসা | ১৯:৪০ |
কুমারখালি | ১৯:৫৫ |
কুষ্টিয়া | ২০:১০ |
পোড়াদহ | ২০:২৫ |
মিরপুর | ২০:৫০ |
ভেড়ামারা | ২১:০০ |
পাকশী | ২১:৩০ |
ঈশ্বরদী | ২১:৪০ |
রাজশাহী | ২২:৫০ |
কুষ্টিয়া থেকে ঢাকা ট্রেন রুটে আরও একটা মেইল ট্রেন চলাচল করবে।
নকশিকাঁথা কমিউটার রুট বর্ধিত করে খুলনা-গোয়ালন্দ এর পরিবর্তে খুলনা-ঢাকা রুটে ১৭ই অক্টোবর থেকে চলাচল করবে ভায়া পদ্মাসেতু।
খুলনা থেকে রাত ১২টায় ছেড়ে ঢাকা পৌঁছাবে সকাল ০৯:৪৫।
ফিরতি যাত্রায় ঢাকা থেকে সকাল ১১:৩০ ছেড়ে খুলনা পৌঁছাবে রাত ০৯:২০
নকশিকাঁথার ঢাকা থেকে ভাঙ্গার ভাড়া ৮০ টাকা, খুলনা পর্যন্ত ১৯৫ টাকা।
নোটঃ উল্লিখিত কুষ্টিয়া থেকে ঢাকা ট্রেন এর সময়সূচী অনেক সময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি ও ভাড়া পরিবর্তিত হতে পারে।
সেপ্টেম্বর ২০২৩ সাল সর্বশেষ হালানাগাদ।