বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ জেলা কুষ্টিয়া। এখানে বিভিন্ন প্রয়োজনে মানুষ ভ্রমন করে থাকেন। এবং অনেকেরই রাত্রি যাপনের প্রয়োজন হয়। তাদের উদ্দেশ্যে কুষ্টিয়া জেলার আবাসিক হোটেল এর কিছু তালিকা শেয়ার করছি।
১. দিশা টার্ক / দিশা টাওয়ার
সেবা সমূহ:
১. ফ্রি সকালের নাস্তা ২. ফ্রি ওয়াই-ফাই ৩. ফ্রি পার্কিং ৪. রেস্টুরেন্ট ৫. লন্ড্রি সার্ভিস
২. আজমেরি হোটেল (আবাসিক)
সেবা সমূহ:
১. ফ্রি ওয়াই-ফাই ২. পার্কিং ৩. লন্ড্রি সার্ভিস
৩. গোধূলি আবাসিক হোটেল
সেবা সমূহ:
১. ফ্রি ওয়াই-ফাই ২. ফ্রি পার্কিং ৩. লন্ড্রি সার্ভিস
৪. হোটেল নূর ইন্টারন্যাশনাল (আবাসিক হোটেক এবং রেস্টুরেন্ট)
সেবা সমূহ:
১. ফ্রি সকালের নাস্তা ২. ফ্রি ওয়াই-ফাই ৩. ফ্রি পার্কিং ৪. রেস্টুরেন্ট ৫. লন্ড্রি সার্ভিস
৫. হোটেল রাতুল (আবাসিক)
৬. হোটেল হলিডে ইন্টারন্যাশনাল (আবাসিক)
৭. হোটেল ডায়মন্ড (আবাসিক)
৮. হোটেল গোল্ড স্টার (আবাসিক)
৯. হোটেল চিত্রা (আবাসিক)
১০. হোটেল শাপলা (আবাসিক)
১১. হোটেল রিভারভিউ (আবাসিক)
১২. হোটেল রোজ ভিউ (আবাসিক)
১৩. হোটেল এশিয়া (আবাসিক)
১৪. হোটেল প্রীতম (আবাসিক)
১৫. কুষ্টিয়া ইন্টারন্যাশনাল (আবাসিক)
১৬. ফেয়ার ট্যুরিস্ট সার্ভিস
সেবা সমূহ:
১. ফ্রি ওয়াই-ফাই ২. পার্কিং
আরও পড়ুনঃ কুষ্টিয়া থেকে ট্রেনের সময়সূচী
কুষ্টিয়া জেলার আবাসিক হোটেল এছাড়াও রয়েছে। তাইবলে, আবাসিক হোটেলের সেবার মান এবং পরিবেশ সম্পর্কে ভালমত খবর নিন, সব হোটেলের পরিবেশ এক রকম না। তাই, সকলের উচিত দেখে শুনে ভালোমানের আবাসিকে রাত্রি যাপন করা।
কুষ্টিয়া জেলার আবাসিক হোটেল গুলার ভাড়া উল্লেখ করা নেই, আবাসিকে উঠার আগে অবশ্যই ভাড়া জিজ্ঞেস করে নিবেন।
কুষ্টিয়া জেলার আবাসিক হোটেল এর মোবাইল নাম্বার ইন্টারনেট থেকে সংগ্রহ করা।
নোটঃ কুষ্টিয়া জেলার আবাসিক হোটেল এর আপডেট কোন তথ্য আসলে আমরাও আপডেট করবো।
দিনবার্তা | সব সময়, সব খানে
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
Copyright © 2025 DinBarta. All rights reserved.