ঢাকারবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬

বয়স্ক ও বিধবা ভাতা ভোগীদের মাঝে ভাতার কার্ড বিতরণ।

স্টাফ রিপোর্টার
আগস্ট ১৯, ২০২১ ৫:১৫ অপরাহ্ণ
শেয়ার করুন:-
Link Copied!

কুষ্টিয়ার কুমারখালীতে বয়স্ক ও বিধবা ভাতা ভোগীদের মাঝে ভাতার কার্ড বিতরণ।

এনামুল হক ইমন, কুমারখালী(কুষ্টিয়া) প্রতিনিধি :

“শেখ হাসিনার মমতা বয়স্ক বিধবাদের জন্য নিয়মিত ভাতা ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে পৌরসভার ৫ নং ওয়ার্ডে ভাতা ভোগীদের মাঝে ভাতার কার্ড বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ই আগস্ট) সকালে কুমারখালী পৌরসভা সম্মেলন কক্ষে ভাতা ভোগীদের মাঝে ভাতার কার্ড বিতরণ করেন কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র সামছুজ্জামান অরুণ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমারখালী পৌরসভার প্যানেল মেয়র ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর এস.এম. রফিক, ৮নং ওয়ার্ড কাউন্সিলর তুহিন শেখ প্রমুখ।

উল্লেখ্য কুমারখালী পৌরসভার আজকে মোট ২৮ জন কে বয়স্ক ভাতা ও ০৭ জনকে বিধবা ভাতা প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।