ঢাকাসোমবার, ৪ঠা আগস্ট, ২০২৫

এশিয়া কাপে বাংলাদেশে ও এশিয়া কাপের সূচি

DinBarta
আগস্ট ৩, ২০২৫ ১২:০০ পূর্বাহ্ণ
শেয়ার করুন:-
Link Copied!

সপ্তাহখানেক আগে এশিয়া কাপের সূচি প্রকাশ করা হলেও তখন চূড়ান্ত করা হয়নি ভেন্যু ও ম্যাচ শুরুর সময়। এবার সেটা ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। দুটি মাঠে হবে এশিয়ার শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতা।

সংযুক্ত আরব আমিরাতের দুটি ভেন্যুতে হবে এবারের টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ

এসিসি শনিবার বিবৃতি দিয়ে জানায়, আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়াম ও দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে এশিয়া কাপের ম্যাচগুলো। আর একটি ছাড়া সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

গ্রুপ পর্বে বাংলাদেশ তাদের তিনটি ম্যাচই খেলবে আবুধাবিতে। আগামী ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে লড়াই দিয়ে আসরে পথচলা শুরু করবে লিটন কুমার দাসের দল।

আরও পড়ুনঃ গুগল পে কীভাবে কাজ করছে বাংলাদেশে

‘বি’ গ্রুপে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। প্রথম ম্যাচের একদিন পর লঙ্কানদের মুখোমুখি হবেন লিটন-মুস্তাফিজরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৬ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ আফগানরা।

এবারও একই গ্রুপে রাখা হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তানকে। আগামী ১৪ সেপ্টেম্বর তাদের হাইভোল্টেজ লড়াইটি হবে দুবাইয়ে। ‘এ’ গ্রুপের অন্য দুই দল ওমান ও স্বাগতিক আরব আমিরাত।

টুর্নামেন্টে কেবল ১৫ সেপ্টেম্বর দুই ম্যাচ মাঠে গড়াবে। তাই আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাত-ওমানের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। দুবাইয়ে সেদিন হংকংয়ের মুখোমুখি হবে শ্রীলঙ্কা, রাত ৮টায়।

দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে পরের ধাপে। সুপার ফোর পর্বে দলগুলো পরস্পরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। সেখান থেকে শীর্ষ দুই দল লড়বে ফাইনালে, আগামী ২৮ সেপ্টেম্বর।

টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচই হবে দুবাইয়ে। ফাইনালসহ ১১ ম্যাচ হবে সেখানে। আর সুপার ফোরের একটিসহ আবুধাবিতে মোট ম্যাচ হবে ৮টি।

এশিয়া কাপের সূচি

দিন  বারম্যাচগ্রুপসময়ভেন্যু
৯ সেপ্টেম্বর, 
মঙ্গলবার
আফগানিস্তান-হংকং‘বি’রাত ৮টাআবুধাবি
১০ সেপ্টেম্বর, 
বুধবার
ভারত-আরব আমিরাত‘এ’৮টাদুবাই
১১ সেপ্টেম্বর, 
বৃহ-স্পতিবার
বাংলাদেশহংকংবি৮টাআবুধাবি
১২ সেপ্টেম্বর, 
শুক্রবার
পাকিস্তান-ওমান‘এ’রাত ৮টাদুবাই
১৩ সেপ্টেম্বর, 
শনিবার
বাংলাদেশশ্রীলঙ্কাবিরাত ৮টাআবুধাবি
১৪ সেপ্টেম্বর, 
রোববার
ভারত-পাকিস্তান‘এ’রাত ৮টাদুবাই
১৫ সেপ্টেম্বর, 
সোমবার
আরব আমিরাত-ওমান‘এ’সন্ধ্যা ৬টাআবুধাবি
১৫ সেপ্টেম্বর, 
সোমবার
শ্রীলঙ্কা-হংকং‘বি’রাত ৮টাদুবাই
১৬ সেপ্টেম্বর, 
মঙ্গলবার
বাংলাদেশআফগানিস্তানবিরাত ৮টাআবুধাবি
১৭ সেপ্টেম্বর, 
বুধবার
পাকিস্তান-আরব আমিরাত‘এ’রাত ৮টাদুবাই
১৮ সেপ্টেম্বর, 
বৃহস্পতিবার
শ্রীলঙ্কা-আফগানিস্তান‘বি’রাত ৮টাআবুধাবি
১৯ সেপ্টেম্বর, 
শুক্রবার
ভারত-ওমান‘এ’রাত ৮টাআবুধাবি
এশিয়া কাপের সূচি -1
সুপার ফোর
২০ সেপ্টেম্বর, 
শনিবার
বি১-বি২রাত ৮টাদুবাই
২১ সেপ্টেম্বর, 
রোববার
এ১-এ২রাত ৮টাদুবাই
২৩ সেপ্টেম্বর, 
মঙ্গলবার
এ২-বি১রাত ৮টাআবুধাবি
২৪ সেপ্টেম্বর, 
বুধবার
এ১-বি২রাত ৮টাদুবাই
২৫ সেপ্টেম্বর, 
বৃহস্পতিবার
এ২-বি২রাত ৮টাদুবাই
২৬ সেপ্টেম্বর, 
শুক্রবার
এ১-বি১রাত ৮টাদুবাই
২৮ সেপ্টেম্বর, 
রোববার
ফাইনালরাত ৮টাদুবাই

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।