ঢাকারবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬

আর্কটিক পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক
অক্টোবর ৩০, ২০২১ ৩:৫০ অপরাহ্ণ
শেয়ার করুন:-
Link Copied!

১০০ বছরের আর্কটিক পরিবর্তন

দু’টো ছবিই আর্কটিক গ্লেসিয়ারের একই জায়গায় তোলা ছবি। দুটো ছবির সময়কালের তফাৎ প্রায় ১০০ বছর।

এই একশো বছরে কোটি কোটি বছর ধরে জমে থাকা বরফের স্তুপ হাওয়া হয়ে গেছে। এভাবেই সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বাড়তে থাকে। আগামী তিরিশ বছরে এভাবে সমুদ্রের পানি বাড়তে থাকলে সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা ৫০ সেন্টিমিটার বাড়বে।

পঞ্চাশ সেন্টিমিটার মানে খুব কম বলে মনে হলেও এতেই বাংলাদেশের ভুমির ১০ ভাগ ডুবে যাবে। এর ফলে প্রায় দুই কোটি মানুষ বাস্তুচ্যুত হবে। এই দুই কোটি মানুষ যাবে কোথায়। শুধু তো মানুষই বাস্তুচ্যুত হবেনা, আমরা প্রায় দশ শতাংশ ফসলি জমি হারাবো। তার মানে আমাদের খাদ্য উৎপাদন দশ শতাংশ কমে যাবে। আর তিরিশ বছর মানে খুব বেশী দুরেও নয়।

আরও পড়ুনঃ ফেসবুক এখন মেটা

আমাদের জীবদ্দশাতেই এই ভয়ংকর পরিনতি আমাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু আমরা কি কোন প্রস্তুতি নিয়েছি?

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।