সকল প্রকার অপরাধ নির্মূলে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয় কুষ্টিয়ার কুমারখালীতে আলেম সমাজ, শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজসহ সকল শ্রেণি পেশার মানুষের সাথে সুধী সমাবেশ করেন চৌরঙ্গী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসএম আশরাফুল আলম।
বৃহস্পতিবার রাতে উপজেলার চাদপুর ইউনিয়নের গোবরা ও ধলনগর বাজারে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে এস এম আশরাফুল আলম বলেন, বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাসবাদ,জঙ্গীবাদ ও সামাজিক কলোহের বিষয়ে আলেম সমাজকে কাজ করতে হবে। এসব বিষয় তুলে ধরে মানুষকে সচেতন করবেন। তাহলে সমাজের মানুষ ভালো থাকবে। আপনাদের মতামত নিয়ে আমি এলাকারা মানুষের শান্তির জন্য কাজ করতে চাই।
ষষ্ঠ শ্রেণির ছাত্রীর যৌন নিপীড়নের মামলা
বাংলাদেশে মানবাধিকারের অবস্থান শূন্যের নিচে: মির্জা ফখরুল
এলাকাবাসীর উদ্দেশ্য তিনি আরো বলেন, এলাকার শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব নেতাসহ সাধারন মানুষের। সবাইকে আইন মান্য করে চলতে হবে। কোন অন্যায় ও অপকর্ম করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কাউকে কোন ছাড় দেয়া হবে না। এলাকার সাধারন মানুষকে শান্তিতে রাখতে পুলিশ সব ব্যবস্থা নেবে।
তিনি বলেন, বর্তমান সরকার নানা উন্নয়নমূলক কাজ করছে। পুলিশ আগের চেয়ে এখন বেশি তৎপর। যে কোন প্রয়োজনে পুলিশকে কাছে পাবেন। তাই এলাকার কোন সমস্যা হলে পুলিশকে জানাবেন। পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।
এ সময় এলাকার শিক্ষক, মেম্বার, সামাজিক ও রাজনৈতিক নেতাসহ এলাকার সাধারন মানুষ উপস্থিত ছিলেন।
দিনবার্তা | সব সময়, সব খানে
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
Copyright © 2025 DinBarta. All rights reserved.