বাসের সুপারভাইজারের সঙ্গে ঝামেলাকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে চারজন গুরুতর আহত।
দিনবার্তায় আরও পড়ুনঃ নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি আরব, শুরু হচ্ছে হজ
বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত ১০ টার দিকে ক্যাম্পাসের পার্শ্ববর্তী শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাত ১২টার দিকে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এসময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেয় স্থানীয়রা।