spot_img
সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
21 C
Bangladesh
সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
spot_img
আরও
    DinBartaরাজনীতিসব ধর্ম ও গোত্রের অধিকার নিশ্চিতের আহ্বান খালেদা জিয়ার
    spot_imgspot_img

    সব ধর্ম ও গোত্রের অধিকার নিশ্চিতের আহ্বান খালেদা জিয়ার

    সব ধর্ম ও গোত্রের অধিকার নিশ্চিত করে শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে তরুণদের সহায়তার আহ্বান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার৷

    বুধবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে তিনি এই আহ্বান জানান৷ তার বক্তব্য দলটির ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়৷ 

    হাসপাতাল থেকে দেওয়া বক্তৃতায় বিএনপি চেয়ারপার্সন বলেন, ‘‘আমার কারাবন্দি অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগমুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি৷’’

    আরও পড়ুনঃ তুলে নেওয়া হয়েছিল সমন্বয়ক নাহিদকে, কী ঘটেছিল

    তিনি বলেন, ‘‘দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদি, অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি৷’’

    বক্তৃতায় খালেদা জিয়া ছাত্র আন্দোলনের প্রশংসা করে আন্দোলনে নিহতদের প্রতি শোক প্রকাশ করেন৷ 

    তিনি বলেন, ‘‘আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের, যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে৷ শত শত শহিদদের জানাই শ্রদ্ধা৷ এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে৷’’ 

    এক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘দীর্ঘ দিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসস্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ৷’’ 

    দেশের তরুণ প্রজন্মের বিষয়ে বিএনপি চেয়ারপার্সন বলেন, ‘‘ছাত্র, তরুণরাই আমাদের ভবিষ্যৎ৷ তারা তরুণরা যেই স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে মেধা, যোগ্যতা, জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে৷ শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ৷’’

    বক্তব্যে তিরি আরো বলেন, সব ধর্ম ও গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে৷ শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি৷ ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালবাসা শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি৷।

    spot_imgspot_img

    ফলো করুন-

    সম্পর্কিত বার্তা

    জনপ্রিয় বার্তা

    সর্বশেষ বার্তা