ঢাকাসোমবার, ৭ই জুলাই, ২০২৫

শ্বশুরের সঙ্গে পরকীয়ায় স্ত্রীকে গলা টিপে হত্যা

জেলা প্রতিনিধি
এপ্রিল ৭, ২০২২ ৫:০০ অপরাহ্ণ
শেয়ার করুন:-
Link Copied!

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় শ্বশুরের সঙ্গে পরকীয়ায় জড়ানোর অভিযোগে স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে গোলাম মোস্তফা চৌধুরী (২৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

বুধবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বর্দ্ধনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গোলাম মোস্তফা বর্দ্ধনপুর গ্রামের আবু কালামের ছেলে।

আরও পডুনঃ ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

দুর্গাপুর থানা পুলিশ সূত্র জানায়, বছর দুই আগে গোলাম মোস্তফার সঙ্গে একই উপজেলার কিশোরপুর গ্রামের আবু হানিফের মেয়ে জুথি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর তাদের একটি কন্যাসন্তানের জন্ম হয়। তার বয়স সাত মাস। কিন্তু শ্বশুর আবু কালামের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন জুথি। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে এ সম্পর্ক চলছিল।

তবে এই বিষয়টি জানতেন না গোলাম মোস্তফা। কয়েকদিন আগে তিনি শ্বশুরের সঙ্গে স্ত্রীর পরকীয়ার বিষয়টি জানতে পারেন।

এই ঘটনা জানার পর প্রথমে বাবা আবু কালামকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন মোস্তফা। এলাকাবাসী তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রী জুথিকে গলা টিপে হত্যা করে পালিয়ে যান মোস্তফা।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।