নারায়ণগঞ্জে জেলার আড়াইহাজারে ছয় বছরের এক শিশুকে ‘মজা’ খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।
রবিবার (৬ ফেব্রুয়ারি) এ ঘটনায় ঐ শিশুর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে আড়াইহাজার পৌরসভার ব্রাহ্মণপাড়া এলাকার মৃত ইমরান হোসেনের ছেলে সাকেলকে (২২) অভিযুক্ত করা হয়।
আরও পড়ুনঃ ষষ্ঠ শ্রেণির ছাত্রীর যৌন নিপীড়নের অভিযোগে মামলা
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাড়ির পাশে খেলা করছিল ওই শিশু। এ সময় তাকে ‘মজা’ কিনে দেওয়ার লোভ দেখিয়ে পাশের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন সাকেল। এতে শিশুর চিৎকার শুনে প্রতিবেশিরা ছুটে এলে সাকেল পালিয়ে যান। এর আগেও একাধিকবার ঐ শিশুকে ধর্ষণের চেষ্টা করেছেন সাকেল।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।